Home কবিতা একজন শাহেরা!

একজন শাহেরা!

।। মালেকা ফেরদৌস ।।

[বিচার-প্রার্থী একজন শাহেরা। যিনি জনে জনে ঘুষ দিতে দিতে ক্লান্ত,নিঃস্ব। যিনি একবার বিচারপতির এজলাসে টাকা ছুঁড়ে প্রতিবাদ করেছেন। সেই প্রতিবাদী পাগল নারীর জন্য]

অবশেষে একপাল নেকড়ে আর কাঁটা গুল্মের পথ
পেছনে ফেলে একজন নারী
ঠিক বিচারকের সামনে এসে দাঁড়ালেন।

মানুষের মত দেখতে কিছু প্রাণী
কাগজের মধ্যে ডুবে আছে শব্দহীন,
একটা দুর্দশাগ্রস্ত কক্ষে ভাঙ্গা মূর্তির মত
বিচারক বসে আছেন,বাইরের কোলাহলে
পুরনো সিঁড়িঘরের কিছু পাখি দিগ্বিদিক উড়ছে…!

হঠাৎ ভাঙ্গা তৈজসপত্রের মত ঝনঝনিয়ে
বেজে উঠলো সেই নারীর কণ্ঠ,
‘টাকা কি তবে গাছের পাতা ? হে ধর্মাবতার ! এই নিন…..
আমি এ পাতা তুলতে তুলতে ভীষণ ক্লান্ত!
সাধ্য থাকলে দুনিয়ার তাবত বৃক্ষ পত্রই দিয়ে যেতাম।’

আশপাশের খচ্চরগুলো কৌতুহলী হয়ে উঠলো
রাজার সিপাই পাগলীর কণ্ঠস্বরকে অবরুদ্ধ
করতে চঞ্চল হয়ে উঠলো…।

একটা বিশাল খাঁচায় বিচারক
লাল পাখি হয়ে উড়বার জন্য পাখা মেললো!

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।