Home ইসলাম মক্কা ও মদিনার জুমার খুতবার অনুবাদ শুনবেন যেভাবে

মক্কা ও মদিনার জুমার খুতবার অনুবাদ শুনবেন যেভাবে

হজের সময় আরাফার ময়দানে প্রদত্ত খুতবা অনুবাদের পর এবার প্রতি সপ্তাহে অনুষ্ঠিত জুমার খুতবা অনুবাদ শুরু করেছে পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ। পবিত্র মসজিদুল হারামে প্রদত্ত খুতবা বিশ্বের পাঁচটি ভাষায় শোনা যায়। প্রতি সপ্তায় যিনি জুমার পড়াবেন তার খুতবার সরাসরি অনুবাদ শোনা যাবে। আজ পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজ পড়িয়েছেন শায়খ উসামা আল খাইয়াত। আর পবিত্র মসজিদে নববিতে নামাজ পড়িয়েছেন শায়খ আবদুল মুহসিন আল কাসিম। 

আরও পড়তে পারেন-

যেসব ভাষায় জুমার খুতবা শোনা যায় তা হলো : ইংরেজি, ফরাসি, উর্দু, ফার্সি ও মালাই। লিংকে প্রবেশ করে পাঁচ ভাষার যেকোনো একটিতে ক্লিক করলে খুতবার অনুবাদ শোনা যাবে।

এদিকে শ্রবণপ্রতিবন্ধীদের জন্য জুমার খুতবা ইশারা ভাষায় অনুবাদের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া পবিত্র হজের সময় আরাফা প্রাঙ্গণে প্রদত্ত খুতবার অনুবাদ ইংরেজি, মালাই, উর্দু, ফার্সি, ফ্রেঞ্চ, চাইনিজ, তার্কিশ, রুশ, হাউসা, বাংলাসহ মোট ১০টি ভাষায় অনূদিত হয়। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের হজ ও ওমরাযাত্রীদের সার্বক্ষণিক তাদের নিজস্ব ভাষায় সেবা দেওয়া হয়। 

সূত্র: হারামাইন ওয়েবসাইট।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।