Home কবিতা ঈমানের জোর

ঈমানের জোর

।। সামি মাসউদ ।।

প্রশংসিত আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস-ই
হল ঈমানের প্রথমিক মূল বিষয়।
তাই না পাওয়া হতাশাবোধ অধৈর্য-অস্পৃহা
সব কিছু দূরীভূত হয় যদি আমরা
সবাই গভীরভাবে আল্লাহর দেয়া
অসীম করুণা-রহমতকে সঠিকভাবে উপলব্ধি করি।

আমরা চাইতে পারি, পরিকল্পনাও করতে পারি,
তার জন্য অবিরাম পরিশ্রম করতেও পারি,
কিন্তু কোন কিছুই সম্ভব না,
যদি না মহান আল্লাহ পাক হুকুম করেন।

আমরা সব কিছু বুঝি কিন্তু তারপরও পেরেশান
হয়ে যাই, অস্থির হয়ে যাই না পেলে;
কারণ, এও সত্য যে, আমরা মানুষ
শয়তান আমাদের ধোঁকায় ফেলে বারংবার
আর ঈমানের জোর কম হলেই ফাঁদে পড়ে যাই।

হাদীসে আছে-
যা বান্দার জন্য নির্ধারণ
তা যদি দুই পর্বতের মাঝেও থাকে
তবে তার নিকট-ই প্রত্যাবর্তিত হবে,
কীভাবে প্রাপ্যতা পাবে তা ভাবার কোন
অবকাশ নেই!
আবার যা বান্দার জন্য নির্ধারিত নয়,
তা নাক ও চোখের মাঝে থাকলেও
তার কোন ক্রমেই প্রাপ্য নয়।
বুঝে নিতে হবে আল্লাহ পাক
তার জন্য হুকুম করেননি।

সুতরাং ধৈয্যহারা হলে, এই হাদীসটিকে
বার বার অনুভব করে মনে মনে
এই ভাবতে হবে আল্লাহ পাক
হয়তো এর চেয়ে অধিকতর ভালকিছু রেখেছেন
যা আমরা প্রত্যাশাও করিনি।
একমাত্রই তিনিই জানেন
আমাদের জন্য কোনটা কতটুকু গ্রহণযোগ্য
তাঁর ইচ্ছা ব্যতিত কোন কিছুই অর্জন সম্ভব নয়।

এই বিশ্বাস যত দৃঢ় হবে,
আমাদের ঈমান ততই মজবুত হবে,
মহান আল্লাহ পাক সবাইকে
অসীম ধৈর্য্য ধারণের তাওফীক দান করুন।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।