Home রাজনীতি আরজাবাদ মাদ্রাসা শাখা ছাত্র জমিয়তের উদ্যোগে ফিকহী সেমিনার অনুষ্ঠিত

আরজাবাদ মাদ্রাসা শাখা ছাত্র জমিয়তের উদ্যোগে ফিকহী সেমিনার অনুষ্ঠিত

নূর হোসাইন: ছাত্র জমিয়ত আরজাবাদ ক্যাম্পাস শাখার উদ্যোগে ‘প্রচলিত ইসলামী ব্যাংকিং ও প্রকৃত ইসলামী ব্যাংকিং পর্যালোচনা ও তুলনামূলক বিশ্লেষণ’ শীর্ষক ফিকহী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ক্যাম্পাস মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে উল্লেখিত বিষয়ের উপর তথ্যবহুল প্রবন্ধ উপস্থাপন করে জামিয়ার ইফতা বিভাগের ছাত্র জমিয়ত কর্মীরা। প্রবন্ধে বর্তমান সময়ের ব্যাংকিং পদ্ধতি, শরিয়াভিত্তিক ব্যাংকিং পদ্ধতি কি? তার রূপরেখা কেমন? এবং বর্তমান সময়ের ব্যাংক গুলোর সার্বিক অবস্থা’সহ ব্যাংকিং কার্যক্রমের যাবতীয় বিষয়গুলো তুলে ধরা হয়। এছাড়াও ইসলামী ব্যাংকিং পদ্ধতি, বিশ্বে ব্যাংক ও সকল ব্যাংকিং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া।

মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া বিশ্ব অর্থনীতি, বিশ্ব বাজারের চাহিদা, বিশ্ব অর্থনীতিতে বহিঃ বিশ্বের দেশগুলোর অবস্থান, আমরা কতটা পিছিয়ে এবং অর্থনীতিতে আমাদের অবস্থান মজবুত করতে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়তে পারেন-

আরজাবাদ ক্যাম্পাসের সভাপতি মুফতি রহমতে এলাহী মুহাম্মদ আরমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- জামিয়া আরজাবাদের শিক্ষক মাওলানা এমদাদ উল্লাহ, মাওলানা আনোয়ার জামশেদ, মাওলানা রেদওয়ান রহমান, মাওলানা নেয়ামত উল্লাহ, মাওলানা সাইফুদ্দিনের ফাহিম, মাওলানা জুলকারনাইন, মাওলানা আনোয়ার হোসেন ঢাকবি, মাওলানা শফি কাসেমী প্রমুখ।

ছাত্র জমিয়ত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ কাওছার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিলুল্লাহ, নাসিম খান, মাদরাসা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাইফী, ক্যাম্পাসের সহ সভাপতি জুবায়ের আহমদ, মাজেদুল ইসলাম, রিদওয়ান, সাধারণ সম্পাদক আহমেদ আলী গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, মাহমুদুল হাসান, আব্দুর রহমান, অর্থ সম্পাদক আরিফ বিল্লাহ, দারুস সালাম থানার সাধারণ সম্পাদক শিব্বির আহমদ প্রমুখ।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।