Home রাজনীতি মাওলানা জহিরুল হক ভূঁইয়ার ইন্তেকালে জমিয়তের শোক

মাওলানা জহিরুল হক ভূঁইয়ার ইন্তেকালে জমিয়তের শোক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি এবংজামিয়া হুসাইনিয়া আরজাবাদ মাদরাসার সাবেক সিনিয়র উস্তাদ, সাভারের জামিয়া ইসলামিয়া ভাগ্নি বাড়ি মাদরাসার সাবেক মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা জহিরুল হক ভূঁইয়া (রহ.)এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ (১৬ জানুয়ারী) বিভিন্ন গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় শোক প্রকাশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দীন, সিনিয়র সহসভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক, সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, অর্থ সম্পাদক মুফতি জাকির হোছাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন প্রমুখ।

আরও পড়তে পারেন-

শোকবার্তায় জমিয়ত নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন’ মাওলানা জহিরুল হক ভুঁইয়া ছিলেন একজন মুক্তিযোদ্ধা, ইসলামী রাজনীতির এক প্রবীণ দিকপাল। নিরহংকার এ রাজনীতিবিদের বিদায়ে ইসলামী অঙ্গনে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে।

মাওলানা ভুঁইয়া পাকিস্তান আমল থেকেই জমিয়তের রাজনীতির সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন। দলের দুর্দিনে -সুদিনে সকল কর্মসূচিতে ছিলেন অত্যান্ত সরব ও সক্রিয়। বয়েসের ভারে নুয়ে পড়ার পরও জমিয়তের কোন প্রোগ্রামে অনুপস্থিত থাকেননি। মিডিয়ার আড়ালে থাকা এ আলেমের দ্বীনের ধর্মীয় অঙ্গনে রয়েছে অনেক প্রশংসনীয় কীর্তি । আল্লাহ তাঁকে জান্নাতের উচু মাকাম দান করুন। আমীন।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।