Home কবিতা ভাষায় ভালোবাসায় ফাগুন

ভাষায় ভালোবাসায় ফাগুন

।। ফরিদা ইয়াসমিন ঝর্ণা ।।

মন ভুলানো ফাগুন আর
ভালোবাসা হাত ধরে হাটছে
শিমুল পলাশ অশোকের বনে
আগুনের রঙ লাগছে।

ঝিরিঝিরি রঙিন হাওয়ায় ভেসে
ভালোলাগা আর গানে গানে
রংবেরঙের রমণীর শাড়িতে
ফাগুনের ছোঁয়া পাঞ্জাবিতে।

ফাগুনের আরেক পরিচয়
নৈসর্গিক ক্যানভাসে ভাষা
শহীদদের রক্তাক্ত বর্ণমালা আঁকা
মায়ের ভাষায় কথা বলা।

একুশের বইমেলা চারুকলা রমনায়
ব্যাকুলকরা উদাস ফাগুন
বারে বারে ফিরে আসুক
ভালোবাসায় আমার বাংলাভাষায়।।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।