Home ইসলাম থাই মুসলিমদের সরাসরি হজে যাওয়ার সুযোগ

থাই মুসলিমদের সরাসরি হজে যাওয়ার সুযোগ

এখন থেকে সরাসরি হজে যেতে পারবে থাইল্যান্ডের মুসলিমরা। তিন দশকের বিরতির পর তারা এই সুযোগ ফিরে পেল। এর আগে থাইল্যান্ডের মুসলিমদের অন্য দেশ হয়ে সৌদি আরব যেতে হতো। গত বৃহস্পতিবার থাই মুসলিমদের প্রথম দলটি সৌদি আরবের জেদ্দায় নামলে দেশটির হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় তাদের স্বাগত জানায়।

৩২ বছর পর গত জানুয়ারিতে উভয় দেশ পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নেওয়ার দুই মাসের মধ্যে ব্যাঙ্কক থেকে জেদ্দা সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে, যা এত দিন বন্ধ ছিল।

আরও পড়তে পারেন-


সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির প্রধান মিজান দাররার বলেন, ‘হাজিদের মনোযোগ আকর্ষণে আমাদের বিজ্ঞ সরকারের সাফল্যকে আমরা অভিনন্দন জানাই। সরকারি ও বেসরকারি খাতের প্রতি তাদের উদার মনোযোগ ও সহযোগিতা হজযাত্রীদের সংখ্যা বৃদ্ধিতে অবদান রাখছে। ’

তিনি আরো বলেন, ‘সরকারের কূটনৈতিক প্রচেষ্টার কারণে থাইল্যান্ডের মুসলিমদের জন্য ওমরাহর দরজা উন্মুক্ত হয়েছে এবং মহামারিসত্ত্বে সরকারি বিধি-নিষেধের আলোকে তাদের ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়েছে। ’

ওমরাহ কম্পানিতে বিনিয়োগকারী আহমদ বাজাফের বলেন, ‘সৌদি এয়ারলাইনস ব্যাঙ্কক থেকে জেদ্দা পর্যন্ত সরাসরি ফ্লাইট চালু করায় আমরা খুবই খুশি। এটা সৌদি সরকারের প্রচেষ্টার ফসল। সারা বিশ্বের মুসলিমদের হজ ও ওমরাহ যাত্রা সহজতর ও স্বাচ্ছন্দ্যময় করতে তারা কাজ করে যাচ্ছে। ’

সূত্র : আরব নিউজ ও সৌদি গেজেট

উম্মাহ২৪ডটকম: এসএএম

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।