Home প্রবন্ধ-নিবন্ধ ভাষা আল্লাহ দান: বান্দার প্রতি নিয়ামত

ভাষা আল্লাহ দান: বান্দার প্রতি নিয়ামত

।। আসাদুজ্জামান আসাদ ।।

মহান আল্লাহ তাআলা মানুষের স্রষ্টা। মানুষকে শিক্ষা দিলেন ভাষা। মুলত ভাষা আল্লাহর দান। যা বান্দার জন্য নিয়ামত। আমরা বাঙ্গালী, মাতৃ ভাষা বাংলা। ভাষা সর্ম্পকে আল্লাহ তাআলা আল কোরআনে ঘোষণা করেন, ‘দয়াময় আল্লাহ, শিক্ষা দিয়েছেন আল কোরআন। সৃষ্টি করেছেন মানুষ।শিক্ষা দিয়েছেন ভাষা’। (সুরা আর রহমান)।

মহান আল্লাহ অন্যত্র বলেন, ‘তার আরও এক নিদর্শন হচ্ছে নভোমন্ডল ও ভুমন্ডল সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। নিশ্চয় এতে জ্ঞানীদের জন্য নিদর্শনাবলী রয়েছে’। (সুরা রুম- ২২)।

ভাষা বলতে নিদিষ্ট কোন ভাষা বুঝানো হয় নাই। এখানে সব ভাষাই আল্লাহর নির্দশন।বিশ্বনবী (সা.) বলেন, ‘তিন কারনে আমি আরবী ভাষাকে ভালোবাসি। আমি আরবী ভাষী,আল কোরআনের ভাষা আরবী এবং জান্নাতের ভাষা আরবী’।

আমাদের মাতৃভাষা বাংলা। আমরা বাংলা ভাষায় কথা বলি, লিখি এবং পড়ি।আল কোরআনের তাফসি, হাদিসের ব্যাখাসহ বিভিন্ন কিতাব,বইপত্র বাংলা ভাষায় অধ্যায়ন করি। ভাষা সর্ম্পকে আল্লাহ বলেন,‘আমি প্রত্যেক রাসুল (সা.)কে স্বজাতির ভাষাভাষি করে পাঠিয়েছি,তাদের কাছে পরিস্কার ভাবে ব্যাখ্যা করার জন্য। অতঃপর আল্লাহ পথভ্রষ্ট করেন যাকে চান এবং পথ দেখান যাকে চান,তিনি মহা সম্মানিত, প্রজ্ঞাময়। ‘আমি আপনাকে সত্যসহ প্রেরণ করেছি সুসংবাদদাতা ও সর্তককারী হিসাবে। এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে সর্তককারী প্রেরিত হয়নি’(সুরা ফাতির)। ‘নিশ্চয় আল্লাহর মহা অনুগ্রহ হয়েছে মুমিনদের উপর, তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসুল প্রেরন করেছেন। যিনি তাদের ওপর তার আয়াত সমুহ পাঠ করেন এবং তাদের পবিত্র করেন। আর তাদের কিতাব ও হিকমত শিক্ষা দান করেন এবং তারা নিশচয় আগে সুস্পষ্ট গোমরাহিতে ছিল’। (সুরা আলে ইমরান)।

আরও পড়তে পারেন-

ভাষা মানুষের জন্মগত অধিকার। আমরা বাঙালি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি।মায়ের কোলে থেকে এ ভাষায় কথা বলা শিখি। আমাদের চলা ফিরা, উঠা বসা,চিন্তা-চেতনা,প্রেম-বাসা,হিংসা-বিদ্বেষ,আগ্রহ-অনাগ্রহ মোট কথা সব ধরনের কর্ম কান্ড এই ভাষার সাথে জড়িত। আল্লাহ বলেন, ‘এভাবে আমি আপনার প্রতি কোরআন অবর্তীন করেছি আরবী ভাষায়,যাতে আপনি সর্তক করেন সব শহরের মুল মক্কা ও তার চারিদিকের জনগণকে এবং আপনি সর্তক করবেন নিয়ামত দিবস সর্ম্পকে,যাতে কোন সন্দেহ নেই। সে দিন একদল জান্নাতে যাবে একদল জাহান্নামে’(সুরা শুরা)। মহান প্রভু আল কোরআনকে আরবী ভাষায় বিশ^ নবী (দ) এর উপর নাজিল করেন।‘আমি সেটাকে অবর্তীন করেছি আরবী ভাষায়,কোরআন যাতে তোমরা বুঝতে পারো’। (সুরা ইউসুফ)।

আল্লাহ বলেন, এক কিতাব বিশুদ্ধ ভাবে বিবৃত হয়েছে এর আয়াত সমুহ আরবি ভাষায় কোরআন, বোধ শক্তি সম্পন্নদের জন্য’। (সুরা মিম সিজদা)।

পৃথিবীতে কয়েক হাজার ভাষা রয়েছে।ভাষা গুলোর মধ্যে বাংলা একটি অন্যতম ভাষা। সারা পৃথিবীতে প্রায় পচিঁশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে।বাংলা নিয়ে আমরা গর্বিত। কোন জাতি যদি জাতিগত ভাবে সফলতা অর্জন করতে চায়,তাহলে সর্ব প্রথম মাতৃ ভাষার উপর সফলতা আনতে হবে। কোন জাতির মাতৃভাষা যতক্ষণ পর্যন্ত সাহিত্য, সংস্কৃতির উপর প্রধান্য পাবে না, ততোক্ষন পর্যন্ত সে জাতি পুর্ণ স্বাধীনতা লাভ করতে পারবে না। মাতৃভাষার চেতনাই জাতিকে উন্নত করতে পারে। ইসলাম ধর্ম মাতৃ ভাষার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা দান করেছেন। আমাদের দেশে ইসলাম প্রচার, কিতাব লিখনি,জনসভা, মিটিং, মিছিলে মাতৃ ভাষাকে যথাযথ ভাবে মুল্যয়ন করে থাকি। প্রত্যেক নবী ও রাসুলগণ ছিলেন মাতৃভাষার পন্ডিত।

নবী ও রাসুলদের প্রতি যে সব আসমানি কিতাব নাজিল হয়েছে সবই ছিল মাতৃ ভাষায়। হযরত দাউদ (আ) এর উপর নাজিল কৃত জাবুর কিতার গ্রিক ভাষায়,হযরত মুসা (আ)এর উপর নাজিল কৃত তাওরাত কিতাব হিব্রু ভাষায,হযরত ঈসা (আ) এর উপর নাজিল কৃত ইনঞ্জিল কিতাব সুরিয়ানি ভাষায় এবং সর্ব শেষ নবী মোহাম্মদ (সা.) এর উপর নাজিল কৃত মহা গ্রন্থ আল কোরআন আরবের বিশুদ্ধ আরবী ভাষায় অবর্তীন হয়েছে। মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, ‘আমি প্রত্যেক নবী (আ.)কে  তাদের স্বজাতির ভাষায় প্রেরণ করেছি। নিজ সম্প্রদায়ের কাছে, যেন অতি সহজে সুস্পষ্ট ভাষায় বুঝাতে সক্ষম হয়”। (সুরা মারয়িম- ৯৭)।

পরিশেষে বলতে চাই যে, ইসলাম ধর্ম প্রচারÑপ্রসারে যাবতীয় কার্যক্রমে মাতৃ ভাষার ভুমিকা ও গুরুত্ব অপরিসিম। প্রত্যেক মানুষের বড় গুণ হলো, মাতৃ ভাষার প্রতি পারদর্শিতা অর্জন করা। ভাষা দিবসে শহীদ মিনারে শহীদের মাহফিরাত কামনা,কবর জিয়ারতখালি পায়ে প্রভাত ফেরী, বই মেলা, আলোচনা সভা ও নানাাবিধ আনুষ্ঠানিকতা পালন করি। সর্বক্ষেত্রেই মাতৃ ভাষার সঠিক ব্যবহার চাই। আমরা অফিস-আদালত,স্কুল, কলেজ, মাদ্রাসায়, সভা-সমাবেশে, ওয়াজ মাহফিলে, কথা বার্তায় সব ক্ষেত্রে মাতৃ ভাষা যথাযথ ভাবে পালন করি। এই হোক মাতৃ ভাষা চর্চার অপরিহায্য দাবী।

লেখকঃ সহকারী অধ্যাপক, গ্রন্থকার, সাংবাদিক।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।