Home অর্থনীতি আগামী মাসে ৩.৫ বিলিয়ন ডলার সহায়তা পাবে বাংলাদেশ: সংবাদ সম্মেলনে গভর্নর

আগামী মাসে ৩.৫ বিলিয়ন ডলার সহায়তা পাবে বাংলাদেশ: সংবাদ সম্মেলনে গভর্নর

গভর্নর ড. আহসান এইচ মনসুর।

আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা থেকে আগামী জুন মাসের মধ্যে সাড়ে তিন বিলিয়ন ডলার ঋণ পাবে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ ব্যাংকের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

আহসান এইচ মনসুর বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ। একই মাসে বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা, এআইআইবি ও ওপেক থেকে আরও ২ দশমিক ২০ বিলিয়ন ডলারের ঋণ পাবো। এতে রিজার্ভ পরিস্থিতি আরও শক্তিশালী হবে।

আরও পড়তে পারেন-

এ সময় তিনি ডলার রেট বাজারভিত্তিক চালুর ঘোষণা দেন। গভর্নর বলেন, ডলার রেট বাজারভিত্তিক করার জন্য অপেক্ষা করেছি। এখন আমাদের বাজার ভিত্তিক করার সময় এসেছে। কারণ এখন প্রবাসী আয় ভালো আসছে, রিজার্ভও স্থিতিশীল, উন্নতি হয়েছে লেনদেন ভারসাম্যের। তবে ডলার বাজারভিত্তিক হলে যেকোনো দামে কিনবে তা হবে না।

মনসুর বলেন, ডলার রেট এখন যে জায়গায় আছে, তার আশেপাশেই থাকবে। ১৪০-১৫০ টাকা হবে এটার কোনো যুক্তি নেই। বাংলাদেশের ডলার রেট এদেশের নিয়ম অনুযায়ী ঠিক হবে। অন্যদেশের কথায় এখানে ডলার রেট ঠিক হবে না। বাজারে ডলারের যথেষ্ট সরবরাহ আছে। ডলার বাজার স্থিতিশীল রাখার জন্য ৫০ কোটি ডলারের তহবিল গঠন করার কথাও জানান গভর্নর।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।