বাংলাদেশের বেশিরভাগ জনগণ ভারতের মোকাবেলায় পাকিস্তানকে অধিক ভালো বন্ধু মনে করে। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি দাবি করা হয়।
গ্যালাপ পাকিস্তানের একটি জরিপের সূত্রে ওই প্রতিবেদনে জানানো হয়, জরিপে অংশ নেয়া ৪৬ শতাংশ বাংলাদেশী মানুষ পাকিস্তানকে ঘনিষ্ঠ বন্ধু মনে করে। বিপরীতে ভারতকে সমর্থনকারী বাংলাদেশী জনগণের সংখ্যা মাত্র ১১ শতাংশ।
অবাক করা বিষয় হলো— ৪৭ ভাগ সাধারণ বাংলাদেশী মনে করে যে, ভারত তাদের ‘দুশমন’, যা মূলত দুই দেশের মধ্যকার নেতিবাচক সম্পর্কের প্রতি ইঙ্গিত করে।
সাম্প্রতিককালে ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা অতিবাহিত হলো, সেখানেও বাংলাদেশী জনগণ পাকিস্তানের প্রতি বেশি সমর্থন প্রকাশ করেছে বলে জরিপে জানানো হয়। বলা হয়, ৫৪ শতাংশ বাংলাদেশী নাগরিক এক্ষেত্রে পাকিস্তানকে সমর্থন করেছে, আর ভারতের পক্ষে ছিল মাত্র ৯ শতাংশ বাংলাদেশী।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
এ ছাড়া ৪৬ শতাংশ নাগরিক মনে করে যে, সদ্যই ঘটে যাওয়া পাক-ভারত সঙ্ঘাতে পাকিস্তান বিজয়ী হয়েছে, আর ভারতকে জয়ী মনে করছে মাত্র ৬ শতাংশ বাংলাদেশী মানুষ।
জরিপে এও বলা হয়েছে যে, বাংলাদেশের অন্যান্য বন্ধুপ্রতিম দেশের তালিকায় পাকিস্তানের অবস্থান শীর্ষে, যা দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত।
সূত্র – জিও নিউজ
উম্মাহ২৪ডটকম: এমএ