Home রাজনীতি শহীদদের স্মরণে উত্তরায় জমিয়তের ‘জুলাই সম্মেলন’ ১৯ জুলাই

শহীদদের স্মরণে উত্তরায় জমিয়তের ‘জুলাই সম্মেলন’ ১৯ জুলাই

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকার উত্তরায় ‘জুলাই সম্মেলন’-এর আয়োজন করবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির বৃহত্তর উত্তরা জোনের উদ্যোগে আগামী ১৯ জুলাই (শনিবার) সকাল ৯টায় উত্তরা ৩নং সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

এই সম্মেলনকে সফল করার লক্ষ্যে সোমবার (৭ জুলাই) বিমানবন্দর এলাকার জামিয়া বাবুস সালামে একটি প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মুফতি কিফায়েতুল্লাহ আযহারীর সঞ্চালনায় বৈঠকটি পরিচালিত হয়।

বৈঠকে জমিয়তের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

আরও পড়তে পারেন-

সভাপতির বক্তব্যে মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল জাতির মুক্তির একটি ঐতিহাসিক মাইলফলক। সেই আন্দোলনে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, সেই শহীদদের স্মরণ করা এবং তাদের আত্মত্যাগের চেতনাকে সমুন্নত রাখতেই আমাদের এই আয়োজন। আমরা আশা করি, এই সম্মেলন সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সফল হবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন—জমিয়তের কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি মহিউদ্দিন মাসুম, উত্তরখান থানা সভাপতি মাওলানা ইউসুফ কাসেমী, সহসভাপতি মাওলানা বোরহান উদ্দিন ও মাওলানা আব্দুর রহিম, পশ্চিম থানা সাধারণ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, তুরাগ থানা সাধারণ সম্পাদক মুফতি আহমদ শফী, দক্ষিণখান থানা সভাপতি মুফতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মান্নান, উত্তরা পূর্ব থানা সিনিয়র সহসভাপতি মাওলানা মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, খিলক্ষেত থানা সহসভাপতি মাওলানা হোসাইন আহমদ, যুব বিষয়ক সম্পাদক মুফতি আনাস বিন মুহসিন, উত্তরখান থানা সাধারণ সম্পাদক মাওলানা মুকাররম হোসাইন ও অর্থ সম্পাদক মাওলানা ইব্রাহিম আজাদী, উত্তরা পশ্চিম থানা সাংগঠনিক সম্পাদক মুফতি মঈনুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা নিজাম তালুকদার, তুরাগ থানার তৃতীয় প্রকল্পের সভাপতি মাওলানা তরিকুল ইসলাম মাজেদী ও সাংগঠনিক সম্পাদক মুফতি মিজানুর রহমান, মাওলানা ইকরাম তালুকদার, যুব জমিয়ত বাংলাদেশের দফতর সম্পাদক মাওলানা মুকতাদির আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ নূর হোসাইন প্রমুখ।

সম্মেলন সফল করতে ওয়ার্ডভিত্তিক গণসংযোগ বৃদ্ধি, ব্যাপক প্রচার-প্রচারণা চালানো এবং সাংগঠনিক সমন্বয় জোরদার করার বিষয়ে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।