Home অন্যান্য খবর মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে ইউকে জমিয়তের গভীর শোক

মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে ইউকে জমিয়তের গভীর শোক

আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের মা, অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে। সোমবার (৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় সংগঠনের নেতারা মরহুমার প্রতি শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় ইউকে জমিয়ত নেতৃবৃন্দ বলেন, “একজন আদর্শ মা যেভাবে সন্তানকে নৈতিকতা, আত্মবিশ্বাস এবং দেশপ্রেমের চেতনায় গড়ে তোলেন, অধ্যাপিকা মাহমুদা বেগম ছিলেন তার জীবন্ত উদাহরণ। তাঁর ছায়াতলে বেড়ে উঠেই ড. মাহমুদুর রহমান আজ সাহসী ও জাতীয় ভাবনায় নিবেদিত এক ব্যক্তিত্ব হিসেবে আমাদের সামনে প্রতিষ্ঠিত। তাঁর ইন্তেকাল শুধু পরিবার নয়, পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”

নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং আল্লাহ তাআলার কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন। তাঁরা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের ধৈর্য ধারণের জন্য দোয়া করেন।

আরও পড়তে পারেন-

শোকবার্তায় স্বাক্ষর করেন- সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হুসাইন, সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ, সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল মুনতাকিম, সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তাছাদ্দুক আহমদ, হাফিজ সৈয়দ তামীম আহমদ, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা আশফাকুর রহমান, সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল আলম কিয়ামপুরী,জয়েন্ট সেক্রেটারি হাফীজ মাওলানা ইলিয়াছ, মুফতি শাহ হিফজুল করীম মাশুক, মাওলানা আখতারুজ্জামান, সহ-সেক্রেটারি মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, হাফিজ জিয়া উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, হাফিজ মাওলানা মাছুম আহমদ, ট্রেজারার হাফিজ রশীদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওলীউর রহমান,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা খালেদ আহমদ,প্রচার সম্পাদক মাওলানা শামছুল ইসলাম এবং সহ-প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল হাই, মিডিয়া সেক্রেটারি আরিফুল ইসলাম প্রমুখ।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।