সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আলহাজ হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথীর নাম ঘোষণা করেছে দলটির বিশ্বনাথ উপজেলা শাখা।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম।
তিনি বলেন, “আলহাজ হাফিজ হোসাইন আহমদ একজন আদর্শবান ইসলামী নেতৃবৃন্দের উত্তরসূরি, সমাজসেবক, শিক্ষানুরাগী ও একজন প্রমাণিত সংগঠক। দলীয় মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাআল্লাহ।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, জমিয়তে উলামায়ে ইসলাম উপমহাদেশের অন্যতম পুরনো রাজনৈতিক সংগঠন হিসেবে ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং বৃটিশবিরোধী আন্দোলনসহ স্বাধীনতা-পরবর্তী সময়েও দেশের সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে। সিলেট-২ আসনে সংগঠনটির ঐতিহাসিক নির্বাচনী সম্পৃক্ততা রয়েছে। এরই ধারাবাহিকতায় হাফিজ হোসাইন আহমদকে এবার দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
লিখিত বক্তব্যে বলা হয়, প্রার্থী হাফিজ হোসাইন আহমদ শুধু জমিয়তের একজন কেন্দ্রীয় নির্বাহী সদস্য নন, তিনি ইউরোপ ও যুক্তরাজ্যে সংগঠনের গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইউকে জমিয়তের সহসভাপতি। দেশে জমিয়তের বিভিন্ন কার্যক্রমে তার অব্যাহত অবদান রয়েছে।
তিনি আরও বলেন, “হাফিজ হোসাইন আহমদ শিক্ষাখাতে বহু প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পৃষ্ঠপোষকতা করেছেন। গৃহহীনদের ঘর নির্মাণ থেকে শুরু করে টিউবওয়েল, হুইলচেয়ার, শীতবস্ত্র, খাদ্য সামগ্রী, কুরবানির গোশত ও সেলাই মেশিন বিতরণসহ নানা জনকল্যাণমূলক কর্মসূচিতে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।”
বিশ্বনাথ উপজেলার সাবেক ও বর্তমান জমিয়ত নেতাদের আলোচনায় হাফিজ হোসাইন আহমদকে “জমিয়তের একজন যোগ্য প্রার্থী” হিসেবে উল্লেখ করে তার পক্ষে সর্বস্তরের সমর্থন কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা কামরুল ইসলাম ছমীর, সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ, সহসভাপতি মাওলানা রশিদ আহমদ বিশ্বনাথী, মাওলানা নূরুল ইসলাম, পৌর জমিয়তের আহ্বায়ক মাওলানা আব্দুস সোবহান, মুফতি শাহনূর আহমদ, মাওলানা আব্দুল হক, মাওলানা শাহ মুসলেহ উদ্দীন, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জকির চৌধুরী, ছাত্র জমিয়তের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
উম্মাহ২৪ডটকম: এমএ