আগামী বছর হজ্জ পালনের ইচ্ছুকদের জন্য এসেছে আশার বার্তা। হজ্জ ও ওমরাহ ব্যবস্থাপনায় দীর্ঘ ২৫ বছরেরও বেশি অভিজ্ঞ এবং হাজীদের মাঝে আস্থা অর্জনকারী প্রতিষ্ঠান সানমুন ট্যুরস এন্ড ট্র্যাভেলস ঘোষণা দিয়েছে হজ্জ-২০২৬ এর প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার। আগামী বছর হজ্জ আদায়ের জন্য যারা নিয়্যাত করেছেন তাদের প্রতি এখনই এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সরকারি হজ্জ লাইসেন্স (নং-১২৪৫) এবং ওমরাহ লাইসেন্স (নং-৫০৬) প্রাপ্ত এই সংস্থাটি ATAB (Association of Travel Agents of Bangladesh) ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের অনুমোদিত একটি নির্ভরযোগ্য হজ্জ এজেন্সি। প্রতিবছর শত শত হাজীকে তাদের দক্ষ ব্যবস্থাপনায় হজ্জ ও ওমরাহ পালন করতে অত্যন্ত সাবলীল ও আন্তরিক সহযোগিতা করে আসছে তারা।
বিশ্বাস, অভিজ্ঞতা ও প্রতিশ্রুতি—এই তিন স্তম্ভে দাঁড়িয়ে সানমুন ট্যুরস
সানমুন ট্যুরস এন্ড ট্র্যাভেলস-এর ব্যবস্থাপক মাওলানা তাজুল ইসলাম আশরাফী বলেন, “আমরা কেবল হজ্জে পাঠাই না, বরং প্রতিটি যাত্রাকে স্মরণীয় ও নির্বিঘ্ন করে তোলার জন্য সর্বোচ্চ সেবা ও সহযোগিতা নিশ্চিত করি।” তিনি আরও বলেন, “আমাদের অভিজ্ঞতা, প্যাকেজের স্বচ্ছতা, প্রশিক্ষিত গাইড এবং যাত্রার প্রতিটি ধাপে ব্যক্তিগত সহায়তার মাধ্যমে হাজীরা মানসিক প্রশান্তি ও প্রশান্তির হজ্জ পালনের সন্তুষ্টি নিয়ে ফিরে আসেন।”
পবিত্র হজ্জ সফরকে সফল করতে চাই আগাম প্রস্তুতি
পবিত্র হজ্জ পালনে সৌদি আরব সরকারের কোটা, ভিসা প্রক্রিয়া, আবাসন ব্যবস্থা, বিমানের সময়সূচি ও অন্যান্য আনুষ্ঠানিকতা পূরণে প্রাথমিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় শেষ মুহূর্তে প্রয়োজনীয় কাগজপত্র, নিবন্ধন বা আসনসংকটের কারণে অনেকে হজ্জ পালনের সুযোগ হারিয়ে ফেলেন। এই ঝুঁকি এড়াতে আগেই প্রাক-নিবন্ধন করে রাখা সবচেয়ে নিরাপদ ও বুদ্ধিমানের কাজ, বলছে সানমুন কর্তৃপক্ষ।
প্যাকেজে থাকছে—
- নির্ধারিত মানসম্মত হোটেল
- অভিজ্ঞ গাইড ও মুআল্লিম
- মক্কা-মদিনায় সফরের পূর্ণাঙ্গ পরিকল্পনা
- খোরাকি ও স্থানীয় যাতায়াত সুবিধা
- হজ্জ প্রশিক্ষণ ও কাগজপত্র প্রস্তুতির সহযোগিতা
যোগাযোগের জন্য:
📞 ব্যবস্থাপক (মাওলানা তাজুল ইসলাম আশরাফী):
০১৯২১-৬৩২৪৯৪, ০১৮৭২-২২৪৭৭৩
📞 জেনারেল ম্যানেজার (মাওলানা সালমান মাহমুদ):
০১৮৪০-৩০১৮১৮, ০১৮৭০-৭০৭০১৫
ওমরাহ যাত্রীদের জন্যও রয়েছে নির্ভরযোগ্য সেবা
যারা বছরব্যাপী যেকোনো সময় ওমরাহ পালনের ইচ্ছা রাখেন, সানমুন ট্যুরস তাদের জন্যও সময়োপযোগী ও সাশ্রয়ী প্যাকেজ এবং নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করে আসছে।
একটি ফোন কলেই শুরু হতে পারে পবিত্র সফরের প্রস্তুতি
এই প্রাক-নিবন্ধনের সুবর্ণ সুযোগ গ্রহণ করতে আগ্রহীরা আজই যোগাযোগ করতে পারেন। সানমুন ট্যুরস এন্ড ট্র্যাভেলস আশা করছে, আগামী বছর আল্লাহর ঘরে যাওয়ার স্বপ্ন পূরণে তারা আগের চেয়েও উন্নত, পরিপূর্ণ ও আন্তরিক সেবা দিতে পারবে।
সংক্ষেপে:
ধর্মপ্রাণ মুসলমানদের কাছে হজ্জ একটি জীবনের পরম কামনা। সময়মতো সঠিক প্রস্তুতি ও বিশ্বস্ত সংস্থার সহায়তা ছাড়া এই স্বপ্ন পূরণ কঠিন হতে পারে। তাই হজ্জ-২০২৬ এর প্রস্তুতি নিতে এখনই সানমুন ট্যুরস এন্ড ট্রাভেলস এর সঙ্গে যোগাযোগ করুন—বিশ্বস্ততার সঙ্গে পবিত্র সফরের পথে এগিয়ে যান একধাপ।
উম্মাহ২৪ডটকম: এমএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com