যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩৫% পাল্টা শুল্ক কমাতে চূড়ান্ত আলোচনার আগে বাণিজ্য ঘাটতি হ্রাসের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে আগামী ১ থেকে দেড় বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ১.৫ বিলিয়ন ডলারের গম, ডাল ও এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি বেসরকারি খাতের মাধ্যমে আরও ১.৫-২ বিলিয়ন ডলার আমদানি বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
সোমবার (২৮ জুলাই) যুক্তরাষ্ট্রে আলোচনায় অংশ নিতে ঢাকা ছাড়ার আগে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, সরকারি ও বেসরকারি উদ্যোগ মিলিয়ে আমদানি বাড়বে প্রায় ৩ বিলিয়ন ডলার। বাণিজ্য ঘাটতি মাত্র ৬ বিলিয়ন ডলার হওয়ায় তিনি আশা করছেন, আলোচনার মাধ্যমে শুল্কহার ভিয়েতনামের (২০%) চেয়েও কমানো সম্ভব হবে।
সরকারি প্রতিনিধিদলে রয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং ডব্লিউটিও সেলের মহাপরিচালক নাজনীন কাউসার চৌধুরী। একই সময়ে বেসরকারি খাতের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের সঙ্গে আমদানি চুক্তি করবে। এই দলে থাকছেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল এবং টিকে, মেঘনা ও সিটি গ্রুপের প্রতিনিধি।
পণ্য ও পরিকল্পনা
তুলা: বর্তমান আমদানি ৩৬১ মিলিয়ন ডলার। লক্ষ্য ২ বিলিয়ন ডলার। গম: যুক্তরাষ্ট্র থেকে কেনার জন্য ৭ লাখ টনের চুক্তি, আরও ২.২০ লাখ টন কেনার প্রস্তাব অনুমোদিত। সয়াবিন ও ডাল: প্রিমিয়াম মানের হলেও দাম বেশি। এলএনজি ও ২৫টি বোয়িং বিমান কেনার পরিকল্পনা রয়েছে।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
ব্যবসায়ীদের দাবি ও চ্যালেঞ্জ
বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল তুলা আমদানি বাড়াতে সরকারি সহায়তা চেয়েছেন। প্রস্তাবগুলো হলো: রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) সীমা ২০ মিলিয়ন থেকে ৩০ মিলিয়ন ডলার করা, সুদের হার ১% নির্ধারণ, তুলা সংরক্ষণের জন্য কেন্দ্রীয় বন্ডেড ওয়্যারহাউস তৈরি
টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ ও সিটি গ্রুপ যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন ও গম আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। তবে দূরত্ব ও বাড়তি খরচ (গমে প্রতি টনে ২০-৩০ ডলার বেশি) বড় চ্যালেঞ্জ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ আমদানি করেছে: তুলা – ৭.৯ বিলিয়ন, ডলারগম – ১.৭৬ বিলিয়ন ডলার, সয়াবিন – ৯২৩ মিলিয়ন ডলার
কেন জরুরি?
১ আগস্ট থেকে ৩৫% পাল্টা শুল্ক কার্যকর হলে বাংলাদেশের রপ্তানি ঝুঁকিতে পড়বে। তাই আমদানি বাড়িয়ে বাণিজ্য ভারসাম্য আনাই মূল লক্ষ্য।
উম্মাহ২৪ডটকম: এমএ