
আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.)-এর ইলমী দরস ও চিন্তার ধারা সংরক্ষণে তাঁরই সুযোগ্য ছাত্র মুফতি হাবীবুর রহমান কাসেমী রচিত নাহু ও সরফ বিষয়ক দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ—‘তোহফাতুন নূর’ শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। গ্রন্থ দুটি হযরতের জীবদ্দশায় তাঁর বর্ণিত পাঠ ও ব্যাখ্যাগুলোর ভিত্তিতে রচিত, যা এ যাবৎ অপ্রকাশিত ছিল।
মুফতি হাবীবুর রহমান কাসেমী দীর্ঘ সময় ধরে হুজুরের সান্নিধ্যে থেকে তাঁর ইলমী বক্তব্যসমূহ নোট আকারে সংরক্ষণ করেন। পরে হযরতের মৌখিক অনুমতিক্রমে সেই সংকলনসমূহকে সুশৃঙ্খলভাবে গ্রন্থাকারে রূপ দেন। এতে করে একদিকে যেমন হযরতের গভীর ইলমী দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে, তেমনি ছাত্রদের জন্য বিষয়গুলো হয়েছে আরও সহজ ও উপযোগী।
গ্রন্থদ্বয়ে সরফ ও নাহুর জটিল বিষয়গুলো হযরতের সহজ-প্রাঞ্জল ভাষা ও ব্যাখ্যারীতি অনুসরণ করে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় অতিরিক্ত টীকা, দলিল ও শিক্ষাগত টুলস যুক্ত করে পাঠ্যবইগুলোকে একটি পূর্ণাঙ্গ পাঠ্যপুস্তকের রূপ দেওয়া হয়েছে।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
এ প্রসঙ্গে উম্মাহ২৪ ডটকম-কে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে মুফতি হাবীবুর রহমান কাসেমী বলেন—
“আল্লামা কাসেমী (রহ.) ছিলেন এক নিখাদ দরসগুরু। তাঁর পাঠদানে ছিল বুদ্ধিবৃত্তিক গভীরতা, সরলতা ও অনুপ্রেরণা। তিনি মিযান, মুনশাঈব, মুখতাসারুল মায়ানী থেকে শুরু করে সহীহ বুখারী পর্যন্ত সকল কিতাব এমনভাবে পাঠ দিতেন, যা ছাত্রদের অন্তরে দীপ্তি ছড়াত। এ গ্রন্থদ্বয় তাঁর সেই দরসভিত্তিক ফায়দারই একটি লিখিত সংরক্ষণ।”
ইতিমধ্যেই গ্রন্থদ্বয় নিয়ে শিক্ষকমণ্ডলী ও তালীবে ইলমদের মাঝে আগ্রহ লক্ষ করা যাচ্ছে। বিভিন্ন মাদরাসার নেসাবি পাঠক্রমে বই দুটি অন্তর্ভুক্তির সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।
প্রাপ্তিস্থান ও মূল্য:
মুফতি হাবীবুর রহমান কাসেমী
শিক্ষাসচিব, জামিয়াতুন নূর আল কাসেমিয়া, উত্তরা, ঢাকা।
মোবাইল- ০১৭৬০৪৭৬৬৭১
- মিযান ও মুনশাঈব (তোহফাতুন নূর) – ২০০/-
- নাহবেমীর (তোহফাতুন নূর) – ১৫০/-
উম্মাহ২৪ডটকম: এমএ