জাতিসংঘে অনুষ্ঠিত ‘টু-স্টেট সলিউশন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে জানায়, ২০২৪ সালের অক্টোবরের পর থেকে এটি দু’দেশের মধ্যে চতুর্থ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি দীর্ঘদিনের টানাপোড়েনের পর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক নতুন গতি পাচ্ছে বলে ইঙ্গিত দেয়।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
পাকিস্তান পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা করেন এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তারা যোগাযোগ ও জনগণের মধ্যে বিনিময় বাড়ানোর বিষয়েও সম্মত হন এবং শিগগিরই উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক সফর আয়োজনের পরিকল্পনার কথা জানান।
উম্মাহ২৪ডটকম: এমএ