Home কূটনীতি বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রে শুল্ক কমাল, ভারতের গার্মেন্টস শেয়ারে দরপতন

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রে শুল্ক কমাল, ভারতের গার্মেন্টস শেয়ারে দরপতন

ভারত ও বাংলাদেশের সম্পর্কে অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে গত বেশ কয়েক মাস ধরেই।

বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যে যুক্তরাষ্ট্র ৩৫ শতাংশ থেকে শুল্কহার কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছে। এ ঘোষণার পরপরই শুক্রবার (১ আগস্ট) ভারতের গার্মেন্টস খাতের বিভিন্ন কোম্পানির শেয়ারে উল্লেখযোগ্য দরপতন দেখা গেছে।

প্রসঙ্গত, গত ৮ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি পাঠান, যেখানে জানানো হয় ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে পরবর্তীকালে আলোচনার পর তিনি তা কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নেন।

অপরদিকে, একই তারিখ থেকে ভারতের রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র, যা পূর্ব ঘোষণা অনুযায়ী বহাল রাখা হয়েছে।

বাংলাদেশ বর্তমানে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক (RMG) রপ্তানির একটি বড় অংশ জোগান দিয়ে আসছে। ভারত দীর্ঘদিন ধরে ওই বাজারে অবস্থান বিস্তারের চেষ্টা করলেও তুলনামূলকভাবে শ্রমব্যয় ও উৎপাদন খরচে বাংলাদেশ এগিয়ে রয়েছে। তবে গত মাসে বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক ঘোষণার পর ভারতের গার্মেন্টস খাত সাময়িকভাবে লাভবান হয় এবং সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দর বাড়ে। কিন্তু সর্বশেষ শুল্ক হ্রাসের ঘোষণায় পরিস্থিতি দ্রুত পাল্টে যায়।

আরও পড়তে পারেন-

শুল্ক কমানোর ঘোষণার পর ভারতের গার্মেন্টস কোম্পানিগুলোর শেয়ারে নিম্নমুখী প্রবণতা দেখা যায়:

  • কেপিআর মিলস: ৫% কম
  • ওয়েলসপুন লিভিং: ২% কম
  • অলোক ইন্ডাস্ট্রিজ: ০.৮% কম
  • পিয়ার্ল গ্লোবাল: ৩.৭% কম
  • গোকূলদাস এক্সপোর্ট: ২.৬% কম
  • কিটেক্স গার্মেন্টস: ৩.২১% কম
  • বর্ধমান টেক্সটাইল: ২.৮% কম

এদিকে, পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। এর আওতায় পাকিস্তানি পণ্যের ওপর শুল্কহার ২৯ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে দুই দেশ যৌথভাবে তেল ও গ্যাস অনুসন্ধান কার্যক্রমে অংশগ্রহণের একটি চুক্তিও করেছে।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্ক সংশোধনী অনুযায়ী, ৫০টিরও বেশি দেশের পণ্যে শুল্কহার হ্রাস করা হয়েছে। এ তালিকায় দক্ষিণ এশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলো অন্তর্ভুক্ত থাকলেও, ভারতের জন্য পূর্বঘোষিত ২৫ শতাংশ শুল্ক অপরিবর্তিত রয়েছে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।