নির্বাচন বানচালের আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘আমি অনেক সন্দেহ করি যে, এই নির্বাচনী ঘোষণার পেছনেও অনেক ষড়যন্ত্র আছে।’
শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এক সমাবেশে তিনি এ কথা বলেন। মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণ করা হয়।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘এই সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পঁচে গিয়েছে। আমি ধারণা করছি এই সরকার বোধহয় এনসিপির সরকার। উনারা (এনসিপির নেতারা) যখন-যেখানে যান, প্রটোকল পান। আমরা তো বহু জায়গায় যাই। আমরা তো বহুদিন মন্ত্রী ছিলাম, ঢাকা মেয়র ছিলাম। কই, আমরা তো পাই না সরকারি প্রটোকল।’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘এই সরকারের বয়স ১০/১১ মাসের বেশি হয়ে গেছে। এখন পর্যন্ত স্বৈরাচারের দোসরদের একজনেরও বিচার করতে পারেনি। হত্যাকারীদের গ্রেফতার করা হয়নি। বহু লোক দেশ ছেড়ে পালিয়ে গেলো আরামে। আপনারা বিচার করছেন না।’
শহীদ পরিবারের সদস্যরা এখনো সরকারের কোনো সহযোগিতা পাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
ঐকমত্য কমিটির আলোচনা নিয়ে মির্জা আব্বাস বলেন, ‘সেই আলোচনার পরে কিছু কিছু নেতৃবৃন্দ বিএনপির নেতাদের কটাক্ষ করেন। অনেকে আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে কথা বলছেন, সম্মান হানি করছেন। অথচ ৫ আগস্টের আগে তাদের জীবনে কোনোদিন মাঠে দেখা যায়নি।’
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই আন্দোলনের ফসলই নির্বাচন। আমরা প্রথম থেকেই নির্বাচনের কথা বলে আসছি। তখন থেকেই আপনারা বলছেন, নির্বাচন করা যাবে না। আরে ভাই, নির্বাচন ছাড়া দেশ চালানো যাবে কিভাবে? নির্বাচন নিয়ে এতো গড়িমসি কেনো? আর দেরি করবেন না।’
তিনি আরও বলেন, ‘আমি এখনও মনে করি, নির্বাচন সুষ্ঠু না হওয়ার জন্য তারা যত প্রক্রিয়া আছে, তা বাস্তবায়নের চেষ্টা করবে। মানুষকে বিএনপির বিরুদ্ধে ভুল বুঝাবে। কিন্তু বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে, দরকার হলে আরও ১৭ বছর করবে। অবশ্যই দেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন হতে হবে।’
নির্বাচনের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এ নেতা।
উম্মাহ২৪ডটকম: এমএ