বিশ্বজুড়ে মুসলিমদের জন্য একটি নিরাপদ ও ইসলামিক অনলাইন পরিবেশ তৈরি করতে ‘আলফাফা’ নামে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু হয়েছে, যা ইতোমধ্যে ১৬৫টিরও বেশি দেশে ব্যবহার হচ্ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতে এই প্ল্যাটফর্মটির ব্যবহার দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে।
গুগল প্লে স্টোরে ‘Alfafaa’ লিখে সার্চ করলেই অ্যাপটি পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত দুই মিলিয়নের বেশি বার এটি ডাউনলোড করা হয়েছে।
ইসলামি মূল্যবোধে পরিচালিত প্ল্যাটফর্ম
মূলধারার সামাজিক মাধ্যমগুলোর বিকল্প হিসেবে ‘আলফাফা’ আত্মপ্রকাশ করলেও এটি নিজেকে উপস্থাপন করছে একটি ইসলামি নীতিমালাভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে। কর্তৃপক্ষের দাবি, এখানে অশ্লীলতা, বিভ্রান্তিকর কনটেন্ট কিংবা ইসলামবিরোধী প্রচারণার কোনো স্থান নেই।
উদ্যোক্তারা বলছেন
যুক্তরাষ্ট্রে বসবাসরত কিছু ইসলামপ্রিয় তরুণ প্রথম এই উদ্যোগ গ্রহণ করেন। তাদের লক্ষ্য ছিল এমন একটি ডিজিটাল পরিসর তৈরি করা, যেখানে ঈমান ও আমলের সংরক্ষণ ঘটবে এবং দাওয়াহ, শিক্ষা, ব্যবসা ও সামাজিক সংযোগের সুযোগ থাকবে একসাথে।
আলফাফার নির্বাহী পরিচালক আসিফ সাঈদ বলেন, “বিশ্বজুড়ে মুসলমানদের জন্য নিরাপদ সামাজিক যোগাযোগের যে প্রয়োজন, তা মূলধারার মাধ্যমগুলো পূরণ করতে পারছে না। বরং সেখানে ইসলামি মূল্যবোধ রক্ষা করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। এ কারণেই আমরা একটি হালাল প্ল্যাটফর্ম তৈরির সিদ্ধান্ত নিই।”
নতুন ফিচার: ‘Alfafaa Connect’
সম্প্রতি প্রতিষ্ঠানটি ‘Alfafaa Connect’ নামে একটি লাইট ভার্সন উন্মোচন করেছে, যা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে তৈরি। এটি কম ডেটা ব্যবহারে দ্রুতগতি ও মসৃণ অভিজ্ঞতা দেয়।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
ইকোসিস্টেম তৈরি হচ্ছে
আলফাফা শুধু একটি সোশ্যাল মিডিয়া নয়; এটি একটি পূর্ণাঙ্গ মুসলিম ইকোসিস্টেম হিসেবেও গড়ে উঠছে। প্রতিদিন এখানে কোরআন তিলাওয়াত, হাদিস ও ইসলামি শিক্ষামূলক কনটেন্ট নির্ধারিত সময় অনুযায়ী প্রকাশ করা হয়।
এছাড়া ব্যবহারকারীরা তাদের ব্যবসা, মসজিদ, হালাল রেস্টুরেন্ট, চাকরি বা পেশাদার প্রোফাইল একদম বিনামূল্যে তালিকাভুক্ত করতে পারেন।
এই প্ল্যাটফর্মে ব্লগ, ফোরাম, জব পোস্টিং, টিচিং ও ই-কমার্স সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে। এক ক্লিকেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বন্ধু ও পরিবারের সঙ্গে নিরাপদে সংযোগ স্থাপনের সুযোগ তৈরি করছে ‘আলফাফা’।
উম্মাহ২৪ডটকম: এমএ