বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম মঙ্গলবার পুত্রজায়ায় দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন।
বৈঠকের আগে প্রধান উপদেষ্টা পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিজিটর বইতে স্বাক্ষর করেন। আনোয়ার ইব্রাহিম নিজ কার্যালয়ে ড. ইউনূসকে স্বাগত জানান এবং প্রতিনিধি, কূটনীতিক ও অন্যান্য অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। একান্ত আলাপের পর আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
তিন দিনের রাষ্ট্রীয় সফরে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুরে পৌঁছান ড. ইউনূস। বিমানবন্দরে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল তাঁকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করেন।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে ড. ইউনূসের আমন্ত্রণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফর করেছিলেন।
উম্মাহ২৪ডটকম: এমএ