আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর সঙ্গে এক বৈঠকে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য নয় দফা প্রস্তাব দিয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এবি পার্টির প্রস্তাবে বলা হয়েছে, নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে। এতে নির্বাচনী আচরণবিধি সঠিকভাবে মেনে চলা নিশ্চিত হবে।
তারা আরও প্রস্তাব করেছে যে, নির্বাচনী ব্যয় কমানো এবং অহেতুক জনসমাগম এড়াতে রিটার্নিং অফিসারের উদ্যোগে সকল প্রার্থীর সমন্বয়ে যৌথ নির্বাচনী প্রচারণা চালানো হোক।
আরও পড়তে পারেন-
- প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বিবাহ্ সম্পর্কে শরয়ী বিধান
- ইসলামের আলোকে নারীর কর্মপরিধি
- সালাম: উম্মাহর ঐক্য ও সংহতি রক্ষার অন্যতম বাহন
- বৈশ্বিক সন্ত্রাসবাদ: বাস্তবতা ও অপপ্রচার
- সকালের ঘুম যেভাবে জীবনের বরকত নষ্ট করে
এবি পার্টির অন্যান্য প্রস্তাবগুলো হলো:
- দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং দ্বৈত নাগরিকদের জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া।
- নির্বাচনী ব্যয় কমানোর জন্য যৌথ প্রচারণার ব্যবস্থা করা।
- ভোটকেন্দ্রের সংখ্যা হ্রাস করে বড় বড় মাঠ, স্টেডিয়াম বা শিক্ষা প্রতিষ্ঠানের মতো উন্মুক্ত স্থানে ভোটকেন্দ্র স্থাপন করা, যাতে ভোটাররা নিরাপদে ভোট দিতে পারেন।
- প্রার্থীদের মধ্যে সরাসরি বিতর্কের (Public Debate) আয়োজন করা।
- নির্বাচন কমিশনকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানোর আহ্বান জানানো।
- তরুণ ভোটারদের জন্য বিশেষ প্রচার এবং শিক্ষামূলক কর্মসূচির ব্যবস্থা করা।
বৈঠক শেষে এবি পার্টির নেতারা সাংবাদিকদের জানান, সিইসি তাদের প্রস্তাবগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অবঃ) দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, ব্যারিস্টার সানী আব্দুল হকসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উম্মাহ২৪ডটকম: এমএ