Home রাজনীতি ফেনী-২ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

ফেনী-২ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। - ফাইল ছবি।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।

পবিত্র জুুমার দিন (২২ আগস্ট) শুক্রবার নিজের ফেসবুক একাউন্টে দেওয়া এক অভিব্যক্তিতে তিনি জানান, ইনশাআল্লাহ তিনি তার জন্মভূমি ফেনী-২ (সদর) আসন থেকে নির্বাচন করবেন।

মঞ্জু বলেন, “আমাদের দল এখনও নতুন ও বিকাশমান। সাংগঠনিক শক্তি তেমন বিস্তৃত নয়, অর্থনৈতিক ভিত্তিও গড়ে ওঠেনি। কেউ কেউ এ কারণে সমালোচনা করেন, আবার কেউ উৎসাহও দেন। কিন্তু আমি বিশ্বাস করি, সাফল্য রাতারাতি আসে না। নতুন কিছু সবসময় শূন্য থেকেই শুরু করতে হয়।”

আরও পড়তে পারেন-

তিনি আরও উল্লেখ করেন, “জীবনে সমালোচনা ও উৎসাহ দুটোই গুরুত্বপূর্ণ। এদের ভারসাম্য নিয়েই অগ্রসর হতে হয়। আমরা যখন রাজনৈতিক উদ্যোগ শুরু করি, তখন প্রবল বিরোধিতা ও প্রতিকূলতার মুখে পড়েছিলাম। তবুও অল্প কিছু মানুষ কাঁধে হাত রেখে বলেছিল— পৃথিবীর বেশিরভাগ উদ্যোগই অল্প দিয়েই শুরু হয়। তাই হতাশ না হয়ে সামনে এগিয়ে যেতে হবে।”

ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে তিনি বলেন, “সামনে বেশ কিছু চমকপ্রদ ঘটনা ঘটবে। প্রতিটি ঘটনার দুই দিক থাকে— সাময়িক কল্যাণ ও দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ। কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়েই টেকসই অর্জন সম্ভব।”

ঘোষণার শেষে তিনি স্পষ্ট করে জানান, “যদি নির্বাচন হয় তাহলে প্রতিদ্বন্দ্বিতা করবো, ইনশাআল্লাহ।”

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।