Home রাজনীতি কোটি কোটি কৃষক পরিবার কীভাবে চলছে তার খোঁজ কেউ রাখছে না: মাও....

কোটি কোটি কৃষক পরিবার কীভাবে চলছে তার খোঁজ কেউ রাখছে না: মাও. নাজমুল হাসান কাসেমী

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, দেশে সুশাসন, ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে রাজনীতিতে সৎ নেতৃত্ব ও ইসলামী হুকুমত প্রতিষ্ঠার বিকল্প নেই।

তিনি বলেন, এখন বক্তৃতার মঞ্চে, পত্রিকার পাতায় এবং টিভি টক শো’তে নেতাদের মুখে দেশপ্রেম ও সুশাসনের ফুলঝুরি শোনা যায়। কিন্তু মাঠ পর্যায়ের চিত্র সম্পূর্ণ ভিন্ন। জনগণকে নানাভাবে প্রতারিত হওয়া এখনো চলছেই। জুলাই বিপ্লবের এক বছর পার হওয়ার পরও এখনও মানুষের মৌলিক অধিকার সেভাবে প্রতিষ্ঠিত হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা যায়নি। সিণ্ডিকেট চক্র এখনও সক্রিয়। সারা দেশে চাঁদাবাজির যেন মহোৎসব ও প্রতিযোগিতা চলছে। বার বার সামনে আসছে চাঁদাবাজদের কাছে নিরীহ মানুষের অসহায়ত্ব। কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। অন্যদিকে দুয়েকটা সবজি ও পণ্য ছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর উচ্চ মূল্য বহাল আছে। দেশে নানা পর্যায়ে ভোগবাদিতার প্রসার ঘটছে, অথচ দেশের কোটি কোটি কৃষক পরিবার কীভাবে চলছেন, তার খোঁজ কেউ রাখছেন না। গ্রামগঞ্জ ও মফস্বলের মানুষদের অর্থনৈতিক পরিস্থিতি খুবই করুণ।

মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, স্বাধীনতার প্রায় অর্ধ্বশত বছর পার হয়েছে। অথচ এই দীর্ঘ সময়ে রাজনীতিবিদরা জনগণকে স্বাধীনতার কাঙ্খিত সুফল উপহার দিতে পারেননি। তিনি বলেন, স্বাধীনতার সুফল ভোগ করতে হলে ইসলামী হুকুমতের বিকল্প নেই। কারণ, ইসলামেই রয়েছে সুবিচার, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠার নিশ্চয়তা।

গতকাল (২৩ আগস্ট) শনিবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্বশীলদের মতবিনিময় সভায় মাওলানা নাজমুল হাসান কাসেমী এসব কথা বলেন।

আরও পড়তে পারেন-

তিনি আরও বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম হক্কানী ওলামায়ে কেরামের নেতৃত্বে গড়ে ওঠা ঐতিহ্যবাহী একটি ইসলামী রাজনৈতিক দল। এই দলের লক্ষ্যই হচ্ছে, সৎ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করে ন্যায়, ইনসাফ, সুবিচার ও সুশাসন প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যেই জমিয়ত কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, দ্বীনি কাজে নানা প্রতিবন্ধকতা, সংকট আসতে পারেই। সতর্কতা ও বুদ্ধিমত্তার সাথে উদ্ভুত প্রতিবন্ধকতাকে এড়িয়ে সম্মুখপানে অগ্রসর হওয়া প্রকৃত নেতাদের কাজ। সুতরাং সংগঠনের কাজে দলীয় নেতা কর্মীদেরকে আদর্শিক আনুগত্যে দৃঢ়তা ও ত্যাগী মানসিকতা নিয়ে দলকে এগিয়ে নিতে গভীর মনোযোগী হতে হবে।

জমিয়ত সহসভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে জমিয়তের লক্ষ্য-উদ্দেশ্য সারাদেশে ব্যাপকভাবে প্রচারে দলীয় নেতা-কর্মীদের প্রতি তৃণমূল থেকে ব্যাপক গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা শুরুর প্রতি আহবান জানান।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মুফতি শেখ মুজিবুর রহমান, মাওলানা তাহের কাসেমী,সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মাওলানা আব্দুল হক কাউসারী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নাল আবেদীন,সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, মাওলানা আফযাল হুসাইন রাহমানী,প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী,অফিস সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম,শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমী, মাওলানা রুহুল আমিন নগরী ও মাওলানা বোরহান উদ্দিন প্রমুখ।