Home সোশ্যাল মিডিয়া ‘হেফাজতের কাজ ঈমান-আক্বিদার হেফাজত করা, রাজনৈতিক মাঠে লাফালাফি করা নয়’

‘হেফাজতের কাজ ঈমান-আক্বিদার হেফাজত করা, রাজনৈতিক মাঠে লাফালাফি করা নয়’

হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি ঈমান-আক্বিদাভিত্তিক অরাজনৈতিক সংগঠন। কিন্তু সংগঠনের ভেতরে রাজনৈতিক উচ্চাভিলাষী অবস্থান ও মন্তব্য নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। এবার সেই প্রশ্নেই মুখ খুলেছেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দারুল উলূম হাটহাজারীর মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী। এক প্রতিবাদী ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট করে দিয়েছেন—হেফাজতের কাজ রাজনীতি নয়, বরং ঈমান-আক্বিদার হেফাজত।

দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী। - ফাইল ছবি।
অতীতে যেমন দালালরা ইতিহাসের আস্কাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে, বর্তমানের কুশিলবদের পরিণতিও তাই হবে “: মাওলানা আশরাফ আলী নিজামপুরী

দেশের সর্ববৃহৎ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরী সোশ্যাল মিডিয়ায় এক তীব্র প্রতিবাদী পোস্ট দিয়েছেন।

তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন—হেফাজতে ইসলাম একটি ঈমান-আক্বিদাভিত্তিক অরাজনৈতিক সংগঠন, যার কর্মপরিধি ও অবস্থান নির্ধারিত। অথচ সংগঠনের কিছু নেতা নাম-পদবি ব্যবহার করে রাজনৈতিক বিষয় নিয়ে উচ্চাভিলাষী ও বিভ্রান্তিকর কর্মকাণ্ড চালাচ্ছেন, যা হেফাজতের নীতি ও চরিত্রের পরিপন্থী।

আরও পড়তে পারেন-

নিজামপুরী লিখেছেন—

“অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়েছে কি না—এসব হেফাজতের আলোচনার বিষয় নয়। এগুলো হেফাজতের ১৩ দফার মধ্যে নেই। দেশের রাজনীতিকরা এসব নিয়ে কথা বলবেন, কিন্তু হেফাজতের কর্ণধারদের উচিত নিজস্ব দায়িত্বপূর্ণ ক্ষেত্রেই অবস্থান রাখা।”

তিনি প্রশ্ন তোলেন—জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যলয় নিয়ে যারা পূর্বে উত্তাল ভাষায় বলেছিলেন “প্রয়োজনে শহীদ হবো”, “কারবালা হয়ে যাবে”, “বুকের তাজা রক্ত ঢেলে দিবো”, তারাই এখন হঠাৎ নীরব কেন? কী প্রকার প্রভাব বা স্বার্থের বিনিময়ে এই পরিবর্তন ঘটল—তা হেফাজতের সাধারণ কর্মীরা জানতে চায়।

নিজামপুরী আরও সতর্ক করে বলেন—

“অতীতে যেসব নেতা হেফাজত নিয়ে তামাশা করেছেন, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন। আজ যারা একই ধারা অনুসরণ করছেন, তাদেরও পরিণতি ভিন্ন হবে না। ইনশাআল্লাহ।”

তার এই বক্তব্য তরুণ আলেম সমাজ ও ন্যায়নিষ্ঠ সাধারণ মানুষের কাছে দ্রুত আলোচনার বিষয় হয়ে উঠবে বলে অনেকে ধারণা করছেন।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।