রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে নতুন করে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। রোববার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক এবং জনগণের প্রত্যাশায় বিভ্রান্তি সৃষ্টি করে।
বিবৃতিতে বিএনপি আরও জানায়, বহুদলীয় গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতায় শক্তি প্রয়োগ করে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবের প্রকাশ। কোনো দলের কার্যক্রম ভয় বা হামলার মাধ্যমে থামানো গণতান্ত্রিক নীতির পরিপন্থী।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা জাপা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে ৩০ আগস্টও একই কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
উম্মাহ২৪ডটকম:আইএএ