Home রাজনীতি কাকরাইলে জাপা কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগে বিএনপির নিন্দা

কাকরাইলে জাপা কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগে বিএনপির নিন্দা

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে নতুন করে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। রোববার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক এবং জনগণের প্রত্যাশায় বিভ্রান্তি সৃষ্টি করে।

বিবৃতিতে বিএনপি আরও জানায়, বহুদলীয় গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতায় শক্তি প্রয়োগ করে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবের প্রকাশ। কোনো দলের কার্যক্রম ভয় বা হামলার মাধ্যমে থামানো গণতান্ত্রিক নীতির পরিপন্থী।

আরও পড়তে পারেন-

উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা জাপা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে ৩০ আগস্টও একই কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

উম্মাহ২৪ডটকম:আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।