Home কবিতা আমার বাবা

আমার বাবা

।। মালেকা ফেরদৌস ।।

[পিতাহ স্বর্গ, পিতাহ ধর্ম, পিতাহি পরমং তপ
পিতরে প্রীতমাপন্নে প্রীয়ন্তে সর্ব দেবতা]

সুবহে সাদিকের কুসুম আলোয়,
কোমল হয়ে আসে রাতের আঁধার।
মিনার হতে আযানের সুর ভৈরবী তরঙ্গ হয়ে,
ছড়িয়ে পড়ে সবখানে।
আর ধাবমান বাতাসের সাথে ছড়িয়ে পড়ে পাখির কূ’জন;
ছায়াশীতল বৃক্ষরা, অরণ্যের পাখিরা,
বাগানের ফুলেরা জেগেছে দেখ,
আল্লাহর প্রার্থনায় নত হয়ে আছে সব, দেখো।

তখন বাবার কণ্ঠ কোমল হতে হতে
রজনীগন্ধার সুবাস হয়ে যেত যেন, তিনি বলতেন-
ওঠো তো মা-মণি, প্রার্থনা কর, নত হও।
বাইরে তাকাও- ফলবান বৃক্ষরা কেমন নত হয়ে আছে; দেখো,
নত হও, মানবিক অনুতাপে দগ্ধ হৃদয়ের আকুতি জানাও-
তোমার প্রতিপালকের কাছে।

তাঁর কথাগুলো দূরাগত কোন সমুদ্রের ধ্বনির মতই মনে হতো,
স্নিগ্ধ চাঁদের জ্যোৎস্না যেন লেগে থাকতো তাঁর ঠোঁটে।

এখনও তাঁর কোমল হাসির সুমিষ্ট ঘ্রাণ
বৃষ্টি ভেজা মাটির কাছাকাছি নিয়ে যায় আমায়। [চলবে]

আমার বাবা (২)

আমার বাবা (৩)