Home কবিতা আমার বাবা (৩)

আমার বাবা (৩)

।। মালেকা ফেরদৌস ।।

বাবার ঐশ্বর্যভরা বুকের ওম এখনও অনুভব করি
অনিঃশেষ স্নেহ,নিয়ত প্রকৃতির পাঠদান-
আমাকে সমৃদ্ধ করেছে,সত্য বলার সাহস দিয়েছে
দিয়েছে স্বাধীনতা, এবং প্রতিবাদ করতে শিখিয়েছে,
শিখিয়েছে কোমল থেকে কোমলতর হতে।

বাবা বলতেন- পাখিরা কি অসীম শূন্যতার মাঝে
ভেসে থাকার কৌশল রপ্ত করেছে,সমুদ্রের সব ক্ষুদ্র
প্রাণীরা তীব্র স্রোতের প্রবাহ,ভয়াবহ সব প্রাণীদের
হাত থেকে বাঁচার একটা পথ খুঁজে নিয়েছে।
প্রকৃতিই হরিণকে শিখিয়েছে অরণ্যের হিংস্র প্রাণীর
সাথে বাস করতে।

জ্ঞানীরা কখনও ধ্বংশ হয়না,অধ্যায়ন কর
উদ্ভাসিত হও,আলোর কণার মত ছড়িয়ে দাও
জেনো, স্বাধীনতা প্রিয় কোন জাতী কোনদিন
কারো কাছে পদানত হয়না।
ইতিহাস, স্বাধীনতা আর মানবতার গল্প
শোনাতেন তিনি।

আমার বাবা (১)

আমার বাবা (২)