Home কবিতা আমার বাবা (২)

আমার বাবা (২)

।। মালেকা ফেরদৌস ।।

বাবা নদীর কথা বলতেন-
নদী কেবল সভ্যতা বিনাশিই নয়,
যুগ যুগ ধরে সভ্যতার ভিত রচেছে এ নদী।
সভ্যতার বিকাশ এখানেই-
হয়েছে প্রথম কৃষির আবাদ, আমাদের পূর্বপুরুষেরা
নদীর বিশাল তরঙ্গমালাকে জয় করেছেন
সাঁতরে পার হয়েছেন প্রমত্তা পদ্মা, মেঘনা,
বাঘ, কুমীরের সাথে লড়েছেন তারা।
এবং একটা লড়াকু জাতিতে রুপান্তরিত হয়েছেন।
এই যে পূর্ণ শস্যের মাঠ
এই যে সোনালী ধানের দোলা
সবখানে লেগে আছে তাদের স্পর্শের ছোঁয়া,
এখানেই রাখ হাত তোমার হৃদয়ও তরঙ্গায়িত হবে,
স্পর্শ কর নদীর শরীর
তোমার স্পর্শে ইতিহাস কথা বলবে।

আজ যে বিজয়ের মেঘ ছুঁয়েছি আমরা-
সে ছিল এক অবিশ্বাস্য লড়াইয়ের গল্প ,
এক অনন্য সবুজের জন্য, একটা পতাকার জন্য
কত অশ্রু, রক্ত আর ধ্বংশ পেরিয়ে এসেছি আমরা।
পতাকার দিকে দেখ, দেখ এই মানচিত্র,- কীভাবে
তোমাদের আশাকে জাগিয়ে রেখে গেছেন
আমাদের পূর্ব পুরুষেরা।

[চলবে]

আমার বাবা (১)

আমার বাবা (৩)