Home কবিতা ‘প্রার্থনা’

‘প্রার্থনা’

0

জীবন-মৃত্যু
ইহকাল-পরকালের হে প্রভু
নিরন্ধ্র অন্ধকারে আমার পথ দেখাও,

তোমার বিকীর্ণ আলোয় উদ্ভাসিত কর
আমার অন্তর
তোমার উষ্ণতার আশ্রয়ের
অভিলাষে অধীর আমি, প্রভু!

আমার চৈতন্যের পবিত্র উচ্চারণ তুমি,
তোমার পবিত্র আলোর প্লাবন নামুক
দু’চোখে আমার
‘জ্ঞান দাও প্রভু!

ফুলের স্নিগ্ধ সুবাস দিয়ে
পাপ রাশি মুছে দাও
রহমতের বর্ষণ দাও
মুক্ত কর আলস্য, বার্ধক্য থেকে
ঐশ্বর্য ও দারিদ্রতা থেকে।

নিরদ্ধ-শ্বাস অসহায় সব মানুষের হে প্রভু
বিশ্ব মানবের কল্যাণ দাও
তোমার লানত বজ্র হয়ে নামুক
অত্যাচারী, জালিমের ঘরে।

তোমার কাছেই সমর্পিত সব
তোমার কাছেই আশ্রয় প্রার্থনা।
কল্যাণ চাই ইহকাল, পরকালের
সমগ্র ভ্রান্তি, অজ্ঞতা থেকে মুক্তি চাই সীমা লঙ্ঘন থেকে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.