Home কবিতা কখনো তোমাকে

কখনো তোমাকে

॥ মালেকা ফেরদৌস ॥

তুমি যখন কথা বলো-
মনে হয় যেন কোনো নদী-
অসংখ্য ঢেউ তার কেঁপে ওঠে বাতাসের সাথে।
আবার কখনো পাহাড়ি ঝরণা তোমাকেই মনে হয়।
রিনিঝিনি জলের শব্দে জেগে ওঠে
অরণ্য নিলয়, এ মানচিত্র, সবুজ ভূ-ভাগ।

তুমি কথা বললেই মনে হয়-
চাঁদের লাবণ্য ঝরে পড়ে,
ঝলমলে পাখিরাও গুঞ্জন তোলে- তোমার প্রভায়।

তুমি প্রার্থনায় নত হলে- খুলে যায়
বদ্ধ দুয়ার সব, নীলিমাও জ্বলে ওঠে,
সমতলে নেমে আসে সুউচ্চ কোন শৃঙ্গ যেন বা,
তোমার হৃদয়ের কোমল কোটর হতে।

পবিত্র অক্ষরের ধ্বনিগুলো যখন
মিশতে থাকে নিসর্গের গুল্ম সবুজে-
তখন আমার ভেতর গাও কেমন কলরব করে ওঠে
জেগে উঠি আমি- সুরভিত ঘাস যেমন
প্রথম শিশিরে ভেজে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।