Home কবিতা জমি ও জলের দিকে পৌঁছাতে দিন, মাবুদ

জমি ও জলের দিকে পৌঁছাতে দিন, মাবুদ

।। আলতাফ পারভেজ ।।

মন্থর শামুকের মতো এই বেঁচে থাকা
মাটির গন্ধে সেজদা দিয়ে আছি;

অকালে সব আতাফল ঝরে গেছে শুকনো নদীর কিনারে;
বহুকাল কোন ফড়িং দেখেনি শিশুরা।
এ কার দোষে, মা’বুদ? আমাদের- না পূর্বপুরুষদের?

পুরানো পৃথিবীর কাল পেরোল এবার-
আবার অমোঘ জলধারা দিন, গায়েব;
দরিয়ার নতুন পথ দিন।

বিজ্ঞানের বিদ্যুত থেমে গেছে সকল লোকালয়ে
মানুষেরা ঘোলাটে চোখে তাকিয়ে আছে
বিত্ত আর স্যাভলনের শিশির দিকে;
চারিদিকে অ্যাম্বুল্যান্সের শব্দ
সবাইকে মাস্ক পরতে হবে এবার।
যদিও শেকলে-বাঁধা মুখোশ খুলতে পারছে না কয়েকজন বুদ্ধিজীবী
মুর্দাফরাস দেখে তাদের বনসাঁই বাগিচা হাহাকার করে বিলাপ করছে।
বার্গারের দোকানগুলোও শুনেছি ঝাড়ু দেয়া হয় না কতদিন-
সভ্যতার শেষ বিজনেস-স্কুলটিও হয়তো বন্ধ হয়ে গেছে।
ঈশ্বরীর বিষন্নতা ছাড়া ‘খবর’ বলে কিছু বেঁচে নেই, মা’বুদ
অবয়বহীন কোন চরে নিয়ে চলুন তারে- তার হতবিহ্বল সন্তানদেরও।
হে গায়েব, নতুন সমুদ্রপথের ইশারা দিন
নদীদের আবার ভরে দিন।
প্রেমের গৌরবকে ফড়িংদের দেশে হিজরত করতে দিন।

মানুষ আবার ইতিহাস নির্মাণ করতে সক্ষম, মালিক
সংখ্যার চেয়েও বেশি কিছু তারা;
বীজ বোনার এলেম পেয়েছিল–
ভরা বর্ষায় আবার তাদের জমি ও জলের দিকে পৌঁছাতে দিন।
মুসাফিরের ইবাদত কবুল করুন, পরোয়ারদিগার।

[১৯ চৈত্র, ১৪২৬ বঙ্গাব্দ]