Home ইসলাম দুইবাইয়ে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ৮৫২ জন বিদেশীর ইসলাম ধর্ম গ্রহণ

দুইবাইয়ে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ৮৫২ জন বিদেশীর ইসলাম ধর্ম গ্রহণ

- ফাইল ছবি।

উম্মাহ অনলাইন: মধ্যপ্রাচ্যের ধনী রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের দুবাই স্টেটে কর্মরত বিদেশী অমুসলিম নাগরিকদের মধ্যে চলতি ২০২০ সালের বছরের শুরু থেকে প্রথম চার মাসে ৮৫২ জন পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

দেশটির মুহাম্মাদ বিন রাশেদ ইসলামিক সেন্টার এই তথ্য জানিয়েছে।


সংস্থাটি জানায়, গত বছর এই সংখ্যাটি ছিল ৮৩৮ জন। সংস্থার পরিচালক মোহাম্মদ লুতা বলেন, সমাজের বিভিন্ন স্তরে ইসলামিক এই কেন্দ্রটি ধারাবাহিকভাবে আমিরাতি ও ইসলামী সংস্কৃতি ছড়িয়েছে এবং ইসলামের মানবিক, শান্তি ও সহনশীলতার মূল্যবোধ প্রচার করেছে। মুসলমানদের সংস্পর্শে এসে অনেক অমুসলিমের মধ্যে ইসলামের মহানুভবতা ও নীতি-ব্যবস্থার প্রতি আগ্রহবোধ বাড়ছে।

দুবাইয়ের এই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইলে আইএসিএডি অ্যাপস বা হেল্পলাইনে (৮০০৬০০) যোগাযোগ করতে পারেন। সূত্র- খালিজ টাইমস, গালফ নিউজ।

আরও পড়তে পারেন-

আজকে আল্লাহর রহম ছাড়া পরিত্রাণের কোন উপায় নেই!

যুগে যুগে মহামারীর ইতিকথা

‘ইবাদুর রাহমান’ বা আল্লাহর প্রিয় বান্দাদের বিশেষ ১২টি গুণ

কোভিড-১৯ মহামারী এবং ইসলামের শিক্ষা: ফরহাদ মজহার

‘আমাদেরকে যুদ্ধের চেয়ে অনেক বড় কর্মযজ্ঞে নামতে হবে’

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com