Home কবিতা এ ভরা দুর্দিনে

এ ভরা দুর্দিনে

।। মালেকা ফেরদৌস ।।

তোমার আহ্বান এলো এক সন্ধ্যায় লেখার জন্য,
পাখিরা ঘরে ফিরছিল, বারান্দার স্নিগ্ধ পুষ্পের
লাবণ্যের মত তোমার কন্ঠ রুমের অন্ধকারে
কেঁপে উঠছিল, ‘কবিতাই দিতে পারে আত্মার আহার’।

এ অন্ধকার সময়ে কি নিরুদ্বেগে তোমার নিঃশ্বাসের
তরঙ্গ বইছিল, হঠাৎ কেন বেদনার্ত হই আমি?

বহু যুগের নিস্তবদ্ধতা এসে কণ্ঠ রুদ্ধ করে দেয়।
তুমি ছিলে কি নির্মল স্বাভাবিক আকাশ যেমন
নিশ্চিন্ত নীল, গাঢ় অন্ধকারে আত্মজের উড়াল,
কোন বিমর্ষতাই যেন তোমাকে ছুঁতে পারেনি,
কেমন অশ্রুহীন স্থির তুমি, ভাবতেই কেঁপে উঠি।

অন্ধকারে, মায়ের স্পর্শ খুঁজি প্রতিটি সকালে,
মা মা করে ডেকে উঠি এ ভরা দুর্দিনে,
কান্না আর কষ্টের হাহাকার প্রার্থনায় ঢেকে রাখো,
এসো আজ অশ্রুর দু’টো স্রোত মিশে যাক দু’জনের
জায়নামাজের সবুজ জমিনে।

মালেকা ফেরদৌস-এর আরো কবিতা পড়তে পারেন-

জানালাই পৃথিবী!

মায়ের জন্য…

ক্ষমা করুন প্রভু!

প্রার্থনা

শিরোনামহীন