Home ফিকহ ও মাসায়েল কুরবানি সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা

কুরবানি সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা

।। মুফতি মুহাম্মদুল্লাহ ক্বাসেমী ।।

প্রশ্নঃ ১| কুরবানি কার উপর ওয়াজিব?
উত্তরঃ প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর-নারী; যে কুরবানির দিনগুলোতে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমান সম্পদের মালিক হবেন, তার উপর কুরবানি করা ওয়াজিব। (সূত্র- ফাতাওয়ায়ে তাতার খানিয়া, খন্ড নং ১৭, পৃষ্ঠা নং- ৪০৫)।

প্রশ্নঃ ২| কুরবানির দিনগুলো কি কি?
উত্তরঃ জিলহজ্জ মাসের ১০ তারিখ ফজর থেকে ১২ তারিখ মাগরিবের পূর্ব পর্যন্ত।
(সূত্র- বাদায়েউস সানায়ে, খন্ড নং- ৪, পৃষ্ঠা নং-১৯৮)।

প্রশ্নঃ ৩| কুরবানির নিসাব কি পুরো বছর থাকা আবশ্যক?
উত্তরঃ কুরবানির নিসাব পুরো বছর থাকা আবশ্যক নয়। বরং,কুরবানির ৩ দিনের মধ্যে যে কোনো দিন থাকলেই কুরবানি ওয়াজিব হবে। (সূত্র- বাদায়েউস সানায়ে, খন্ড নং ৪, পৃষ্ঠা নং- ১৯৬)।

প্রশ্নঃ ৪| কার জন্য জিলহজ্জের চাঁদ দেখার পর কুরবানি পর্যন্ত নখ, চুল না কাটা মুস্তাহাব?
উত্তরঃ যার উপর কুরবানি ওয়াজিব। (সূত্র- দারে কুতনী, পৃষ্ঠা নং ২৭৮)।

আরও পড়তে পারেন-

ওজন দরে গরু ক্রয় করে কুরবানী করা জায়েয হবে কি?

রাসূলুল্লাহ (সা.)এর দাম্পত্য জীবনে খাদিজা (রাযি.)এর ভূমিকা

কুরবানী এলেই তাদের পশুপ্রেম বেড়ে যায়!

ইসলামে কুরবানীর বিধান সুস্পষ্ট: এর বিকল্প অন্য কিছুতে হতে পারে না

বিদেশনীতিতে প্রবল ধাক্কা খেল ভারত

প্রশ্নঃ ৫| নফল কুরবানি মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকে করা উত্তম, নাকি হুজুর (সাঃ) এর পক্ষ থেকে?
উত্তরঃ এক্ষেত্রে শরীয়াতের কোনো বাধ্যবাধকতা নেই। চাইলে মৃত আত্মীয়ের পক্ষ থেকেও দেওয়া যায়। তবে হুজুর (সা.)এর পক্ষ থেকে করা অবশ্যই সৌভাগ্যের ব্যাপার। কেননা আমাদের উপর তাঁর এহসান আত্মীয়ের এহসান তুলনায় অধিক।

প্রশ্নঃ ৬| নাবালেগের যদি নিসাব পরিমান সম্পদ থাকে, তবে তার উপর কুরবানির হুকুম কি?
উত্তরঃ নাবালেগের যদি নিসাব পরিমান সম্পদ থাকে, তবে তার উপর কুরবানি করা ওয়াজীব নয়। (সূত্র- রদ্দুল মুহতার, খন্ড নং ৬, পৃষ্ঠা নং- ৫২৬)।

প্রশ্নঃ ৭| নাবালেগের পক্ষ থেকে কুরবানি করা অভিভাবকের জন্য ওয়াজীব নাকি মুস্তাহাব?
উত্তরঃ নাবালেগের পক্ষ থেকে কুরবানি করা অভিভাবকের জন্য মুস্তাহাব। (সূত্র- রদ্দুল মুহতার, খন্ড নং- ৬/পৃষ্ঠা নং- ৫২৪)।

প্রশ্নঃ ৮| মুসাফিরের উপর কুরবানি করা আবশ্যক কি?
উত্তরঃ মুসাফিরের উপর কুরবানি করা আবশ্যক নয়। (সূত্র- বাদায়েউস সানায়ে, খন্ড নং ৪, পৃষ্ঠা নং ১৯৫ ও দুররুল মুখতার, খন্ড নং- ৬, পৃষ্ঠা নং- ৫২০)।

প্রশ্নঃ ১০| করোনা উদ্ভূত পরিস্থিতি বা বিদেশে থাকা অথবা কুরবানির প্রতিকূল যে কোনো পরিবেশ সৃষ্টির কারণে ব্যক্তি যদি তার বসবাসস্থলে কুরবানি করতে না পারে, তবে সে কীভাবে কুরবানি করবে?
উত্তরঃ নিজ দেশে বা অন্য যে কোনো অনুকূল পরিবেশে বিশ্বস্ত লোক পাওয়া গেলে, সেখানে কুরবানি করিয়ে নিবে।

প্রশ্নঃ ১১| জীবিত ব্যক্তির পক্ষ থেকে ঈসালে সওয়াবের উদ্দেশ্যে কুরবানি করা যাবে কিনা?
উত্তরঃ জীবিত ব্যক্তির পক্ষ থেকে ঈসালে সওয়াবের উদ্দেশ্যে কুরবানি করা যাবে।

প্রশ্নঃ ১২| নিসাব পরিমান সম্পদের মালিকের নিকট নগদ অর্থ না থাকলে তার উপর কুরবানির হুকুম কি হবে?
উত্তরঃ ঋণের মাধ্যমে হলেও তার জন্য কুরবানি করা ওয়াজিব।

প্রশ্নঃ ১৩| কুরবানির গোস্ত অন্য ধর্মাবলম্বীদের দেওয়া বৈধ কিনা?
উত্তরঃ কুরবানির গোস্ত অন্য ধর্মাবলম্বীদের দেওয়া বৈধ। (সূত্র- ফাতাওয়ায়ে হিন্দিয়া, খন্ড নং ৫ ও পৃষ্ঠা নং- ৩৪৬)।

প্রশ্নঃ-১৪| কাজের লোককে কুরবানির গোস্ত দেওয়া বৈধ কিনা?
উত্তরঃ কাজের লোককে তার কাজের পারিশ্রমিক হিসেবে গোস্ত দেওয়ার উদ্দেশ্য না থাকলে দেওয়া যাবে। (সূত্র- বাদায়েউস সানায়ে, খন্ড নং- ৪, পৃষ্ঠা নং- ২২৪)।

প্রশ্নঃ ১৫| সামর্থ্যবান স্বামীর জন্য স্ত্রীর পক্ষ থেকে কুরবানি করা আবশ্যক নাকি সুন্নাত?
উত্তরঃ সামর্থ্যবান স্বামীর জন্যে, স্বীয় স্ত্রীর পক্ষ থেকে কুরবানি আদায়ের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ ইবাদতে তাকে শামিল করা সুন্নাত।

প্রশ্নঃ ১৬| করোনা উদ্ভূত পরিস্থিতিতে নফল সদকার মাধ্যমে ওয়াজীব কুরবানি আদায় হবে কিনা?
উত্তরঃ করোনার অজুহাতে কুরবানির নিয়তে নফল সদকা করলে কুরবানি আদায় হবে না।কেননা, এটি এমন এক আবশ্যিক বিধান, যা পশু যবেহের মাধ্যমেই আদায় করতে হবে।যদিও নফল সদকার সওয়াব রহিত হবে না।

প্রশ্নঃ ১৭| অন্য কারো ওয়াজীব কুরবানি নিজ পক্ষ থেকে আদায় করার বিধান কি?
উত্তরঃ অন্য কারো ওয়াজীব কুরবানি নিজ পক্ষ থেকে আদায় করতে চাইলে তার অনুমতি নেওয়া আবশ্যক। অন্যথায় কুরবানি আদায় হবে না।

লেখক: ফারেগে দারুল উলমূ দেওবন্দ এবং শিক্ষক ও খতীব- জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা -ঢাকা।

উম্মাহ২৪ডটকম:এমএমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।