Home ফিকহ ও মাসায়েল কুরবানির পশু সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা

কুরবানির পশু সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা

।। মুফতি মুহাম্মদুল্লাহ ক্বাসেমী ।।

প্রশ্নঃ ১ |কুরবানির পশু কেমন হওয়া উত্তম?
উত্তরঃ কুরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। (সূত্র- বাদায়েউস সানায়ে, খণ্ড- ৪/পৃষ্ঠা- ২২৩)।

প্রশ্নঃ ২ |কোন কোন পশু দ্বারা কুরবানি করা জায়েয?
উত্তরঃ উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা ইত্যাদির নর-মাদি উভয়টি দ্বারাই কুরবানি করা জায়েয। (সূত্র- বাদায়েউস সানায়ে, খণ্ড- ৪/পৃষ্ঠা- ২০৫)।

প্রশ্নঃ ৩ |যেসব পশু দ্বারা কুরবানি করা বৈধ, সেগুলোর কোনটির বয়স কত হবে?
উত্তরঃ উটের বয়স কমপক্ষে ৫ বছর, গরু ও মহিষের কমপক্ষে ২ বছর এবং ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে ১ বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি ১ বছরের কম হয়েও এমন হৃষ্টপুষ্ট হয়, যাতে ১ বছর বয়সী মনে হয়, তাহলে তা দ্বারা কুরবানি করা যাবে। তবে কমপক্ষে ৬ মাসের হতে হবে। (সূত্র- বাদায়েউস সানায়ে, খণ্ড- ৪/পৃষ্ঠা- ২০৫-২০৬)।

প্রশ্নঃ ৪ |অন্ধ, খোঁড়া পশুর দ্বারা কুরবানি করার হুকুম কি?
উত্তরঃ অন্ধ, কানা, খোঁড়া পশুর দ্বারা কুরবানি করা জায়েয নেই। (সূত্র- বাদায়েউস সানায়ে, খণ্ড- ৪/পৃষ্ঠা- ২১৪ এবং রদ্দুল মুহতার, খণ্ড- ৬/পৃষ্ঠা- ৫৩৫)।

প্রশ্নঃ ৫ |পশু যদি এমন হয় যে, পায়ে হেঁটে যবেহ করার স্থানে যেতে পারে না। তবে এর দ্বারা কুরবানি করার হুকুম কি?
উত্তরঃ এমন পশু দ্বারা কুরবানি করা জায়েয নয়। (সূত্র- ফাতাওয়ায়ে কাযিখান, খণ্ড- ৩/পৃষ্ঠা- ২৪৯ এবং বাদায়েউস সানায়ে, খণ্ড- ৪/পৃষ্ঠা- ২১৪ এবং ফাতাওয়ায়ে হিন্দিয়া, খণ্ড- ৫/পৃষ্ঠা- ৩৪৩)।

প্রশ্নঃ ৬ |যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে অথবা আধা বা তার চেয়ে কম অংশ ভেঙে গেছে তার দ্বারা কুরবানি করার হুকুম কি?
উত্তরঃ যদি একেবারে গোড়া থেকে ভেঙে গিয়ে থাকে তাহলে তা দ্বারা কুরবানি করা যাবে না। আর যদি অর্ধেক বা কিছু অংশ ভেঙে থাকে অথবা একেবারেই শিং উঠেনি, তাহলে তা দ্বারা কুরবানি করা যাবে। (সূত্র- রদ্দুল মুহতার, খণ্ড- ৬/পৃষ্ঠা- ৫৩৫ এবং বাদায়েউস সানায়ে, খণ্ড- ৪/পৃষ্ঠা- ২১৬)।

আরও পড়তে পারেন-

ওজন দরে গরু ক্রয় করে কুরবানী করা জায়েয হবে কি?

রাসূলুল্লাহ (সা.)এর দাম্পত্য জীবনে খাদিজা (রাযি.)এর ভূমিকা

কুরবানী এলেই তাদের পশুপ্রেম বেড়ে যায়!

ইসলামে কুরবানীর বিধান সুস্পষ্ট: এর বিকল্প অন্য কিছুতে হতে পারে না

বিদেশনীতিতে প্রবল ধাক্কা খেল ভারত

প্রশ্নঃ ৭ |এক পশুতে কয়জন কুরবানি করতে পারবে?
উত্তরঃ ছাগল, ভেড়া, দুম্বা দ্বারা শুধুমাত্র একজনই কুরবানি করতে পারবে। আর উট, গরু, মহিষে সর্বোচ্চ ৭ জন শরীক হতে পারবে। (সূত্র- ফাতাওয়ায়ে কাযীখান, খণ্ড- ৩/পৃষ্ঠা- ২৪৬ এবং বাদায়েউস সানায়ে, খণ্ড- ৪/পৃষ্ঠা- ২০৭-২০৮)।

প্রশ্নঃ ৮ |কুরবানির পশুতে আক্বিক্বার নিয়্যাত করা সহীহ হবে কি?
উত্তরঃ গরু, মহিষ, উটে আক্বিক্বার নিয়্যাত করা সহীহ। (সূত্র- বাদায়েউস সানায়ে, খণ্ড- ৪/পৃষ্ঠা- ২০৯)।

প্রশ্নঃ ৯ |শরীকদের কারো যদি পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হয় অথবা কারো যদি কুরবানি দ্বারা গোশত খাওয়া উদ্দেশ্য হয়, তাহলে এ জাতীয় কুরবানির হুকুম কি?
উত্তরঃ এ জাতীয় শরীকদের অংশগ্রহণের কারণে কারো কুরবানিই সহীহ হবে না।তাই শরীক নির্ধারণে অবশ্যই সতর্ক থাকতে হবে। (সূত্র- ফাতাওয়ায়ে কাযীখান, খণ্ড- ৩/পৃষ্ঠা- ২৪৬ এবং বাদায়েউস সানায়ে, খণ্ড- ৪/পৃষ্ঠা- ২০৮)।

প্রশ্নঃ ১০ |কুরবানির পশু ক্রয়ের পর যদি বন্যা অথবা কোনো কারনে কুরবানি করতে না পারে, তাহলে বিধান কি?
উত্তরঃ এমতাবস্থায় ঐ পশু জীবিত অবস্থায় সদকা করে দিবে। (সূত্র- ফাতাওয়ায়ে কাযীখান, খণ্ড- ৩/পৃষ্ঠা- ২৫০)।

প্রশ্নঃ ১১ |শরীকদের কোনো একজন মৃত্যুবরণ করলে সেক্ষেত্রে কুরবানির হুকুম কি?
উত্তরঃ শরীকদের কেউ মৃত্যুবরণ করলে তার পক্ষ থেকে যদি তার স্বাভাবিক জ্ঞান সম্পন্ন প্রাপ্তবয়স্ক ওয়ারিশগণ কুরবানির অনুমতি দেয় তাহলে জায়েয হবে। অন্যথায় ঐ শরীকের টাকা ফেরত দিবে হবে। (সূত্র- বাদায়েউস সানায়ে, খণ্ড- ৪/পৃষ্ঠা ২০৯)।

প্রশ্নঃ ১২ |শরীকদের কেউ যদি কুরবানির পশুতে ওয়ালিমার নিয়্যাত করে তাহলে কুরবানির হুকুম কি?
উত্তরঃ কুরবানির পশুতে ওয়ালিমার নিয়্যাত করা জায়েয। (সূত্র- বাদায়েউস সানায়ে, খণ্ড- ৪/পৃষ্ঠা- ২০৯)।

প্রশ্নঃ ১৩ |কুরবানির পশুর অধিকাংশ দাঁত যদি পড়ে গিয়ে যদি এমন হয় যে, পশু ঘাঁস বা খাবার চিবাতে না পারে, তাহলে এজাতীয় পশু দ্বারা কুরবানির বিধান কি?
উত্তরঃ কুরবানির পশুর অধিকাংশ দাঁত যদি পড়ে এমন হয় যে, সে ঘাঁস বা খাদ্য চিবাতে না পারে, তাহলে এজাতীয় পশু দ্বারা কুরবানি করা জায়েয নয়। (সূত্র- বাদায়েউস সানায়ে, খণ্ড- ৪/পৃষ্ঠা- ২১৬)।

– মুফতি মুহাম্মদুল্লাহ ক্বাসেমী, ফারেগে- দারুল উলূম দেওবন্দ, শিক্ষক ও খতীব- জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা।

উম্মাহ২৪ডটকম:এমএমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।