Home কবিতা বিনীত জীবন

বিনীত জীবন

।। মালেকা ফেরদৌস ।।

প্রান্তরে দাঁড়ানো একটি গাছ, তার শরীর ছুঁয়ে
নিরিবিলি ঝরে যায় মধ্যদিনের রোদ, রাতের জ্যোৎস্না,
জলপাই রং বৃষ্টির জল, পাখির শোরগোল
সজল স্নিগ্ধ গভীর সবুজ পাতায়।

পূর্নিমায় রূপালী রেখার মত নদী শব্দের ঢেউ তুলে
ভেঙ্গে পড়ে আমার জানালায়,
স্মৃতির দর্পনে ভাসে বিচিত্র শস্যের মাঠ,
নিরন্তর ধানক্ষেত, অনন্ত প্রবাহী মেঘনা,
বৃক্ষের বিষাদমাখা ছায়ায় একটি কিশোর মুখ;
বিষাদের গ্রন্থিখুলে মিহিন কষ্টেরা জাগে চৈতন্যের অতল অবধি।

তবুও জীবনের জটিল ক্যানভাসে
প্রত্যাহ স্বপ্নের রেখা টানি, রেখে দেই বিনীত এ জীবন।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।