Home সোশ্যাল মিডিয়া দায়িত্বশীলতার দৃষ্টান্ত!

দায়িত্বশীলতার দৃষ্টান্ত!

নিজস্ব প্রতিনিধি

৩০ বছরের প্রবাস জীবনের ইতি টেনে কাতার থেকে দেশে ফিরলেন ফেনীর রেজাউল করীম। বিমানবন্দর ত্যাগ করেই ছুটছেন গ্রামের পথে। বাড়িতে স্বজনদের অপেক্ষা।

হঠাৎ থানা থেকে রেজাউল করীমের স্ত্রীর কাছে ফোন, তার স্বামীকে বিমানবন্দরে যেতে হবে। স্ত্রীর ফোন করে জানালেন রেজাউলকে, অবশেষে আবার উল্টো ঘুরে বিমানবন্দরের দিকে যাচ্ছেন রেজাউল।


বিমানবন্দরের ক্যানোপিকে একটি হাত ব্যাগ পাওয়া গেছে। যার ভেতরে পাসপোর্ট, ৩টি ঘড়ি, ২টি মোবাইল, ১০ হাজার টাকা, ১ হাজার কাতারের রিয়াল আছে।

বিমানবন্দর আর্মড পুলিশ পাসপোর্ট থাকা ফোন নাম্বরে কল দিলেও সেটি বন্ধ। সেজন্য ঠিকানা দেখে স্থানীয় থানার সহায়তা নিয়ে যোগাযোগ করা হলো হাত ব্যাগের মালিকের বাড়িতে।

আরও পড়তে পারেন-


হ্যা, হাত ব্যাগটি রেজাউল করীমের। বাড়িতে যাওয়ার তাড়াহুড়ায় ভুলে ফেলে গেছেন। তিনি নিজে টের পাওয়ার আগেই বিমানবন্দর থেকে ফোনে জানানো হয় তাকে। অবশেষে ব্যাগটি বুঝে পেয়ে আনন্দিত রেজাউল।

-সাংবাদিক চৌধুরী আকবর হোসেনের ফেসবুক ওয়াল থেকে

উম্মাহ২৪ডটকম: এফইউবি

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।