Home ইসলাম ওযুর শুরু ও শেষের দোয়া: জান্নাতের আটটি দরজা যার জন্য খোলা

ওযুর শুরু ও শেষের দোয়া: জান্নাতের আটটি দরজা যার জন্য খোলা

আমরা সকল কাজ আল্লাহ নামে শুরু করব।  ওযুও আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করব। তাতে একটি সুন্নত আদায় হবে, সাথে সাথে আল্লাহ তাআলার যিকিরও হয়ে যাবে। ওযুর শুরুতে বলব- بِسْمِ الله

অর্থ : ‘আল্লাহ তাআলার নামে শুরু করছি’

ওযুর শেষে দুআ

ওযু শেষ করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দুআ পড়তেন। দুআটা একেবারেই সহজ। এর সওয়াবও অনেক বেশি।

আরও পড়তে পারেন-

ওযু শেষ করে যে এই দুআ পড়বে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে। ইচ্ছা অনুযায়ী সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। দুআটি হচ্ছে-

أَشْهَدُ أَنْ لا إِلهَ إِلاّ اللهُ وَحْدَه لاَ شَرِيْكَ لَهُ، وَأَشْهَدُ أَنّ مُحَمّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، اللّهُمّ اجْعَلْنِي مِنَ التّوّابِينَ، وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ

অর্থ  : আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো মা‘বুদ নেই, তিনি একক সত্তা, তাঁর কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল।

হে আল্লাহ! তুমি আমাকে তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো। -জামে তিরমিযী, হাদীস ৫৫।

উম্মাহ২৪ডটকম: এসএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।