Home ইসলাম রমজানে কাবা প্রাঙ্গণে প্রতিদিন ১০ বার সুগন্ধির সৌরভ

রমজানে কাবা প্রাঙ্গণে প্রতিদিন ১০ বার সুগন্ধির সৌরভ

পবিত্র রমজান মাস উপলক্ষে মসজিদুল হারাম ও পবিত্র কাবা ঘরে প্রতিদিন ১০ বার উন্নত মানের সুগন্ধি ব্যবহার করছে সৌদির দুই মসজিদ পরিচালনা পর্ষদ। বিশেষ উপলক্ষে পবিত্র রমজান মাস, হজ ও প্রতি শুক্রবারে মসজিদুল হারামে সুগন্ধি ও ধূপ ব্যবহার করা হয়। 

জেনারেল প্রেসিডেন্সি বিভাগের বিশেষ তত্ত্বাবধানে ২০ মিনিটের মধ্যে সুগন্ধি ও ধূপায়নের প্রতিপর্বের কাজ সম্পন্ন হয়। কাবা প্রাঙ্গণের হাজরে ইসমাইল, আল-মুলতাজাম, হাজরে আসওয়াদ, রুকনে ইয়ামানি, মাকামে ইবরাহিমসহ বিভিন্ন ঐতিহাসিক পবিত্র স্থানে সুগন্ধি ব্যবহার করা হয়। প্রতিদিন রাতে ও দিনে মোট ১০ বার সুগন্ধির কাজ করা হয়। 

kalerkantho

ইসলামের পূণ্যভূমি ও আগত অতিথিদের প্রতি সম্মান জানিয়ে পবিত্র মসজিদুল হারাম ও কাবা ঘরে নিয়মিত এ সুগন্ধি ব্যবহার করা হয়। প্রতিদিন ৬০ কেজি উদ ব্যবহার করে মসজিদুল হারামে সুগন্ধি দেওয়া হয় এবং ৬০টির বেশি ধূপ জ্বালানো হয়।  

আরও পড়তে পারেন-

kalerkantho

মসজিদুল হারামে আগত অগণিত ওমরাহযাত্রীদের মধ্যে গভীর আধ্যাত্মিকতা ও পবিত্র অনুভূতি তৈরি করতে এ অভিনব ব্যবস্থা নেওয়া হয়। 

ইসলামে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সুগন্ধির অনেক গুরুত্ব আছে। জায়নামাজ, নামাজের পোশাক তোয়ালেতে সুগন্ধি ব্যবহার করে। পাশাপাশি মসজিদে ধূপ জ্বালিয়ে সুগন্ধি দেওয়া হয়।

সূত্র : সৌদি গেজেট।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।