Home ইসলাম তানজানিয়ায় স্টেডিয়ামে কোরআন প্রতিযোগিতা

তানজানিয়ায় স্টেডিয়ামে কোরআন প্রতিযোগিতা

তানজানিয়ার দারুস সালাম নগরীর স্টেডিয়ামে আফ্রিকার ২১তম পবিত্র কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শহরের বেনজামিন জাতীয় স্টেডিয়ামে অসংখ্য মানুষের উপস্থিতিতে আফ্রিকার পবিত্র কোরআন প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত হয়। 

আফ্রিকার বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ২৩ প্রতিযোগীকে নিয়ে আল হিকমাহ ফাউন্ডেশন প্রতিযোগিতার আয়োজন করে। এতে তানজানিয়ার রাষ্ট্রপতি কাসেম মাজালিও ও জানজিবার দ্বীপপুঞ্জের প্রধান হুসাইন মুওয়াইনি উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে তানজানিয়া, দ্বিতীয় স্থান সুদান, তৃতীয় স্থান নাইজার। এছাড়াও মৌরতানিয়া ও নাইজেরিয়া যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করে। 

সূত্র: আল জাজিরা নেট।

আরও পড়তে পারেন-

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।