Home ইসলাম রমজানের প্রথম দশকে মসজিদুল হারামে ১৫ লাখ মুসল্লি

রমজানের প্রথম দশকে মসজিদুল হারামে ১৫ লাখ মুসল্লি

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে রমজানের প্রথম ১০ দিনে ১৫ লাখের বেশি মুসল্লি পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায় ও ওমরাহ পালনে এসেছেন। করোনা টিকা নেওয়ার পর স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাঁরা পবিত্র মসজিদুল হারামে প্রবেশ করেন। 

আরব নিউজের প্রতিবেদনে জানা যায়, করোনা সংক্রমণরোধে মক্কার পবিত্র মসজিদুল হারামের ভেতরে ইবাদত করতে সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধানসহ কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়। 

আরও পড়তে পারেন-

ওমরাহ পালনকারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যবোধ নিশ্চিত করতে পবিত্র কাবা ঘরের পাশেও ওমরাহ পালনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি বয়োবৃদ্ধ ও প্রতিবন্ধীদের জন্য আলাদাভাবে বিশেষ পথ তৈরি করা হয়। 

সৌদির মক্কা ও মদিনায় এই সপ্তাহের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি। পবিত্র মসজিদুল হারাম ও মসজিদের নববিতে আগত মুসল্লিদের গরমের তীব্রতা থেকে রক্ষা করতে কাবা প্রাঙ্গণে ঠাণ্ডাবাহী বৃহৎ ছাতার ব্যবস্থা করা হয়। সূত্র : আরব নিউজ।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।