Home ইসলাম ম্যানিলায় মুসলিমদের প্রথম কবরস্থান উদ্বোধন

ম্যানিলায় মুসলিমদের প্রথম কবরস্থান উদ্বোধন

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মুসলিমদের প্রথম কবরস্থান ও সাংস্কৃতিক কেন্দ্র চালু হয়েছে। আজ সোমবার (৭ জুন) রাজধানী ম্যানিলার মেয়র ফ্রান্সিসকো ইসকো মোরিনো ডোমাগোসো ও মুসলিম অ্যাফেয়ার্স প্রধান দির শে সাকালুরান মোহাম্মদ তা উদ্বোধন করেন। 

ম্যানিলার মেয়র ফ্রান্সিসকো ইসকো মোরেনো ডোমাগোসো বলেন, প্রায় ২৪০০ স্কয়ারফিটের প্রথম এ কবরস্থান ম্যানিলা শহরের মুসলিমদের স্মরণে উৎসর্গ করা হয়। তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের লড়াইয়ে মুসলিমদের প্রচেষ্টার অন্যতম প্রতীক। 

আরও পড়তে পারেন-

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আরো বলেন, ‘আজকের দিনটি বর্তমান প্রজন্মের পক্ষ থেকে শহরের মুলসিম পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। পূর্বপুরুষদের প্রকৃত ইতিহাস জানাতে আমরা তাদের স্মরণ করছি।’ 

ম্যানিলা শহরে মুসলিম পরিবারের সদস্যদের কেউ মারা গেল দাফনের জন্য অনেক ভোগান্তিতে পড়তে হতো। মৃতদের দাফন করতে অন্য কোনো জেলায় নিয়ে যেতে হয়। এমনকি পাশের মিন্দানাও প্রদেশে বা অন্য কোনো প্রদেশে নিয়ে যেতে হতো। দীর্ঘকাল পর ম্যানিলায় প্রথম কবরস্থান হওয়ায় আনন্দিত শহরের মুসলিম অধিবাসীরা। 

সূত্র: ম্যানিলা টাইমস।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।