Home কবিতা বিলুপ্তির পথ ধরে

বিলুপ্তির পথ ধরে

।। ফরিদা আখ্তার মায়া ।।

সময়ের পরিক্রমায়, কালের বিবর্তনে,কাল কালান্তরে
মহাকালের ঘুর্ণিপাকে
কতশত সভ্যতা, প্রাচীন নগর কিংবা শিলালিপি
হারিয়ে যায় দূর্বিপাকে।

অজানা কত কবির কাব্য, সময়ের আবিস্কার
টেপ রেকর্ডার কিংবা গ্রামোফোন
কম্পিউটার, ট্যাব, ডিএসএলআর, স্মার্টফোন
মেটায় সময়ের প্রয়োজন।

কত খোঁড়াখোঁড়ি হয়, চলে কত অনুসন্ধান
খুঁজতে পুরণো মঠ, প্রত্নতাত্বিক নিদর্শন
হারিয়ে আদিম প্রাণী ডাইনোসর আজ
মানব সত্বায় হয়েছে বিবর্তন।

আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে, মহাপ্লাবন, ভূমিকম্পে
হয়েছে কত প্রাচীন সভ্যতা নিঃশেষ
কালের সমাবর্তনে, হাতে হাত মিলিয়ে নিরব স্বাক্ষী হয়ে
বালির ঢিবি, বটতলা, মাটির নিচের ধ্বংসাবশেষ।

নিয়তির হাত ধরে, মহাপ্রয়াণে চলে গেছেন কত
গণিতজ্ঞ, রসায়নবিদ, দার্শনিক
নব নব আবিস্কারের নেশায়, মহাকাশে, নভোমন্ডলে
ভূমন্ডলে বিচরণ করছে দিগ্বিদিক।

সময়ের স্রোত ধরে, কালের ডিঙি নৌকায় চড়ে
দূর বহুদূরে দিগন্তের সীমানায়
বিলুপ্তির হাত ধরে কল্পনার বালুচরে কত স্বপ্ন
কত প্রতিভা নিরবে নিভৃতে হারায়।

আরও পড়তে পারেন-