Home ধর্মীয় প্রশ্ন-উত্তর বিদায়বেলা ‘আল্লাহ হাফেজ’ বলা

বিদায়বেলা ‘আল্লাহ হাফেজ’ বলা

প্রশ্ন : মুসলিম সমাজের প্রচলন হলো বিদায়ের সময় ‘আল্লাহ হাফেজ’ বলা। ইসলামী শরিয়তের দৃষ্টিতে বিষয়টা কতটা গ্রহণযোগ্য?

উত্তর : সাক্ষাতের সময় যেমন সালাম দেওয়া সুন্নত, তেমন বিদায়ের সময়ও সালাম দেওয়া সুন্নত। সুতরাং কোনো ব্যক্তি বিদায় নিতে চাইলে সে সালাম দিয়ে বিদায় নেবে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যখন তোমাদের কেউ কোনো মজলিসে পৌঁছাবে তখন সালাম দেবে।

আরও পড়তে পারেন-

যদি অনুমতি পাওয়া যায় তবে বসে পড়বে। এরপর যখন মজলিস ত্যাগ করবে, তখনো সালাম দেবে। কেননা প্রথম সালাম দ্বিতীয় সালাম অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ নয় (বরং উভয় সালামের গুরুত্ব সমান)।’ (সুনানে তিরমিজি : ২/১০০)

উল্লিখিত হাদিসের বর্ণনা অনুসারে বিদায় নেওয়ার সুন্নত পদ্ধতি হলো সালাম দিয়ে বিদায় নেওয়া। এ ক্ষেত্রে ‘আল্লাহ হাফেজ’ বাক্যটি সালামের বিকল্প হতে পারবে না এবং সালামের পরিবর্তে তা উচ্চারণও করবে না। তবে সালামের আগে বা পরে ‘আল্লাহ হাফেজ’ (আল্লাহ তোমাকে নিরাপদ রাখুন) বাক্যটি দোয়া হিসেবে বলা জায়েজ আছে। তাতে কোনো সমস্যা নেই। (শুআবুল ঈমান : ৬/৪৪৮; সুনানে আবু দাউদ : ১৩/৭০৭; ইমদাদুল ফাতাওয়া : ৪/৪৯১)

গ্রন্থনা : মুফতি আবদুল্লাহ নুর

উম্মাহ২৪ডটকম: এসএএম

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন