Home বুক রিভউ মাকতাবাতুল ফাতাহ’র নতুন বিন্যাসে প্রকাশিত ‘সহীহুল বুখারী’ কেন সেরা?

মাকতাবাতুল ফাতাহ’র নতুন বিন্যাসে প্রকাশিত ‘সহীহুল বুখারী’ কেন সেরা?

ইফতিখার: কওমি মাদ্রাসা অঙ্গনে দেশের শীর্ষ প্রকাশনা প্রতিষ্ঠান ‘মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ’ দাওরায়ে হাদীস ছাত্রদের অধ্যয়ন ও গবেষণার সুবিধা ও মেধাবিকাশের উপযোগী করে হরকতবিহীন সম্পূর্ণ নতুন বিন্যাসে প্রকাশ করেছে সিহাহ সিত্তা হাদীস গ্রন্থসমূহের গুরুত্বপূর্ণ কিতাব “সহীহুল বুখারী” ১ম ও ২য় খণ্ড।

দেশ-বিদেশের শীর্ষস্থানীয় হাদীস বিশারদগণের পরামর্শ ও দিক-নির্দেশনায় প্রণীত দুই রঙে কম্পোজ ও উন্নতমানের কাগজে মুদ্রিত তাখরীজ, আতরাফ ও শাওয়াহেদসহ বহুমাত্রিক তথ্যসমৃদ্ধ নতুন বিন্যাসে মাকতাবাতুল ফাতাহ কর্তৃক প্রকাশিত সহীহুল বুখারী শরীফের (১ম ও ২য় খণ্ড) এই নুসখার ভূয়সী প্রশংসা করেছেন দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম।

মাকতাবাতুল ফাতাহ কর্তৃক প্রকাশিত নতুন ২০২১ সংস্করণের “সহিহুল বুখারী (প্রথম ও দ্বিতীয় খণ্ড)” বাজারের প্রচলিত অন্যান্য নুসখা থেকে কেন সেরা এবং এতে কী কী বিশেষত্ব রয়েছে, এই প্রশ্ন রেখেছিলাম ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র এবং পরিদর্শন দফতরের (অতি, দায়িত্ব) কনসালটেন্ট ও মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ এর আরএন্ডডি প্রখ্যাত আলেম, শিক্ষাবিদ ও গবেষক ড. মাওলানা জাভেদ আহমাদ এর কাছে।

তিনি জানান, দাওরায়ে হাদীস অধ্যয়নরত তরুণ আলেমদের অধ্যয়ন ও হাদীস গবেষণাকে আরো সহজতর করতে মাকতাবাতুল ফাতাহ কর্তৃক নতুন সংস্করণের প্রকাশিত সহিহুল বুখারী ১ম ও ২য় খণ্ডে অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ বেশ কিছু হাশিয়ার সংযোজন করা হয়েছে।

তিনি বলেন, নতুন এই নুসখায় বিশ্ববিখ্যাত ভারতের দারুল উলূম দেওবন্দের সাবেক প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরী (রহ.)এর অভিমত সহ গুরুত্বপূর্ণ তথ্যসংবলিত ‘মুকাদ্দামা’ সংযোজন করা হয়েছে।

ড. মাওলানা জাভেদ আহমাদ আরো কিছু গুরুত্বপূর্ণ বিশেষত্বের উল্লেখ করে বলেন, (১) এতে হিন্দুস্তানি নুসখার পৃষ্ঠা নম্বর উল্লেখসহ পারাভিত্তিক দুই খণ্ডে বিন্যাস করা হয়েছে। (২) শায়খ মুহাম্মদ ফুয়াদ আব্দুল বাকী (রহ.)এর অনুসরণে কিতাব, বাব ও হাদীস নম্বর প্রদান করা হয়েছে। (৩) হযরত রাসূলুল্লাহ (সা.)এর উক্তি বিশেষ প্রতীক দ্বারা চিহ্নিতকরণ করা হয়েছে। (৪) তরজমাতুল বাবের সাথে সামঞ্জস্যপূর্ণ হাদীসাংশ রঙিনকরণ করা হয়েছে, যাতে সাধারণ মেধাসম্পন্ন শিক্ষার্থীদের ‍বুঝতে আরো সহজ হয়। (৫) দুর্বোধ্য শব্দসমূহে ইরাব প্রদান ও প্রযোজ্য শব্দে দ্বৈত হরকত প্রদান করা হয়েছে, সব পর্যায়ের শিক্ষার্থীগণ আরো স্বাচ্ছন্দবোধ করবেন। (৬) যথাস্থানে বাইনাস সতর উল্লেখকরণ হয়েছে। তবে বাইনাস সতর যেসব ক্ষেত্রে তুলনামূলক বড়, সেগুলো হাশিয়াতে স্থানান্তরকরণ করা হয়েছে।

ড. মাওলানা জাভেদ আহমাদ আরো কিছু বিশেষত্বের উল্লেখ করে বলেন, মাকতাবাতুল ফাতাহ’র নতুন বিন্যাসে প্রকাশিত সহিহুল বুখারীতে বিখ্যাত ছয়টি হাশিয়া- ক. সাহারানপুরী, খ. নানুতবী, গ. সিন্দী, ঘ. কান্ধলভী, ঙ. দেহলভী, চ. দফউল ওয়াসওয়াস-এর সমন্বয়ে নতুন আঙ্গিকে হাশিয়া প্রস্তুতকরণ হয়েছে।

তিনি বলেন, এছাড়া হাশিয়াতে ব্যবহৃত প্রসিদ্ধ শরাহবলির খণ্ড ও পৃষ্ঠা নম্বর সংযোজন হয়েছে। পাশাপাশি বিশেষ পদ্ধতিতে এখতেলাফে নুসাখ, হল্লে লুগাত ও আসমায়ে রিজাল উল্লেখকরণ হয়েছে। প্রত্যেক হাদীসের তাখরীজ, আতরাফ ও শাওয়াহেদ উল্লেখকরণ হয়েছে। বিরামচিহ্নের ব্যবহার ও বিশুদ্ধ লেখ্যরীতির প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ।

তিনি বলেন, আমরা পূর্ণ আশাবাদি, মাকতাবাতুল ফাতাহ’র নতুন বিন্যাসে প্রকাশিত “সহিহুল বুখারী”তে তরুণ উলামায়ে কেরাম হাদীস অধ্যয়ন ও গবেষণায় আরো স্বাচ্ছন্দবোধ ও ব্যাপক উপকৃত হবেন।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

আরও পড়তে পারেন-