Home ইসলাম দুবাইয়ে নারী হাফেজাদের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত (ভিডিও)

দুবাইয়ে নারী হাফেজাদের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত (ভিডিও)

নারী হাফেজাদের নিয়ে অনুষ্ঠিত দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শাইখা ফাতেমা বিনতে মুবারক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা পুরস্কারের ষষ্ঠ পর্বে ৫০টি দেশের ৫০ প্রতিযোগী অংশ নিয়েছে। গত ৭ অক্টোবর অনুষ্ঠিত প্রতিযোগিতায় উত্তীর্ণ সেরা ১০ হাফেজাকে পুরস্কার দেওয়া হয়। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সেনেগালের আন্দাতি সিসি, দ্বিতীয় স্থান অধিকার করেন নাইজেরিয়ার আয়েশা আবু বকর হাসান এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেন আলজারিয়ার শাইমা আনফাল তাবানি ও তিউনিসিয়ার জয়নব বিনতে রেজা ইবনে আলহাজ সালেহ।

আমিরাতের বার্তা সংস্থা ওয়াম সূত্রে জানা যায়, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরাতের আন-নাহদা উইমেনস এসোসিয়েশন এর প্রধান শাইখা আমিনা বিনতে হুমাইদ আল-তায়ির ও উইমেন ইউনিয়নের সেক্রেটারি জেনারেল নুরাহ আল-সুওয়াইদিসহ দেশটির কোরআন বিষয়ক বিভিন্ন সংস্থার প্রধানরা।  

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে তিলাওয়াত করেন- মিসরের প্রতিযোগী নাওরান আকরাম হামেদ মাবরুক, বাংলাদেশের প্রতিযোগী আফসানাহ খানম বুশরা ও মরক্কোর প্রতিযোগী ফারাহ আমশিশু। এরপর উপস্থিত অতিথিদের জন্য এ প্রতিযোগিতার কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনী হয়। অনুষ্ঠান শেষে দোয়া পরিবেশন করেন প্রতিযোগিতার বিচারক প্যানেলের প্রধান সৌদি আরবের অধ্যাপক ড. ইবরাহিম সুলাইমান আল-হুমাইল।  

আরও পড়তে পারেন-

অনুষ্ঠানে আমিনা আল-তায়ির বলেন, ‘শাইখা ফাতিমা বিনতে মুবারক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা পুরস্কার সারাবিশ্বে পবিত্র কোরআনের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজ আমরা ৫০টি দেশের ৫০ নারী প্রতিযোগীকে তাদের দেশের প্রতিনিধি হিসেবে আমরা অভ্যর্থনা জানাচ্ছি। সুরলিত কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত করে দর্শক ও শ্রোতাদের মুগ্ধ করেছে সব প্রতিযোগী। তাদের অদম্য চেষ্টা ও শ্রমের জন্য মহান আল্লাহর কাছে বিশেষভাবে সম্মানিত হবেন। ’


আমিনা আল-তায়িব আরো বলেন, ‘মুসলিম ছেলে-মেয়েদের পবিত্র কোরআন হিফজে উদ্বুদ্ধ করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের প্রতিযোগতায় উত্তীর্ণ সবাইকে আমরা অভিনন্দ জানাই। বিশেষত এ প্রতিযোগিতা আয়োজনের জন্য আমরা আমিরাতের প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ আলে-নাহিয়ান ও আমিরাতের ভাইস প্রেসিডেন্ট দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রাশেদ আলে-মাকতুমের প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করছি। ’
আমিনা আল-তায়িব আরো বলেন, ‘মুসলিম ছেলে-মেয়েদের পবিত্র কোরআন হিফজে উদ্বুদ্ধ করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের প্রতিযোগতায় উত্তীর্ণ সবাইকে আমরা অভিনন্দ জানাই। বিশেষত এ প্রতিযোগিতা আয়োজনের জন্য আমরা আমিরাতের প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ আলে-নাহিয়ান ও আমিরাতের ভাইস প্রেসিডেন্ট দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রাশেদ আলে-মাকতুমের প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করছি। ’
আমিনা আল-তায়িব আরো বলেন, ‘মুসলিম ছেলে-মেয়েদের পবিত্র কোরআন হিফজে উদ্বুদ্ধ করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের প্রতিযোগতায় উত্তীর্ণ সবাইকে আমরা অভিনন্দ জানাই। বিশেষত এ প্রতিযোগিতা আয়োজনের জন্য আমরা আমিরাতের প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ আলে-নাহিয়ান ও আমিরাতের ভাইস প্রেসিডেন্ট দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রাশেদ আলে-মাকতুমের প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করছি। ’

সূত্র : আমিরাত নিউজ এজেন্সি।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।