Home কবিতা ভোরের ডায়েরী

ভোরের ডায়েরী

।। মালেকা ফেরদৌস ।।

আধাঁরের প্রান্তিকে হেমন্ত ভোরের ছায়া,
দু’টো গাছ, বাষ্পের মত মিহি কুয়াশায়
কিছু পাখি, বিষন্ন সবুজের আড়ালে
ভীষণ সতেজ কিছু ফুল।

সামনের লাল বাড়িটির খোলা
দরোজায় এক নারী, কি ভাবছেন তিনি?

একটি শিশুর কান্না অস্থির করে ভোরবেলা,
এখানে রয়েছে নিসর্গের ঐশ্বর্য ,
বাতাসে ব্যঞ্জণের গন্ধ, কোমল প্রার্থনা
পবিত্র সুর, কোন কোন ভোর শিশুকাল
টেনে আনে, ধাবমান হরিণের মতো
নিরন্তর চলে যায় মৃত সময়।

মিছে মনে হয় নদী, সোনাঝরা রোদ
পাখি, মায়াবী জোছনা, সব।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।