Home সাক্ষাৎকার ঢাকা-১১ আসনে জমিয়তের প্রার্থী মুফতি মাহবুবুল আলম: ‘আদর্শিক রাজনীতির পথে অনুপ্রেরণা তিন...

ঢাকা-১১ আসনে জমিয়তের প্রার্থী মুফতি মাহবুবুল আলম: ‘আদর্শিক রাজনীতির পথে অনুপ্রেরণা তিন মনীষী’

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থীদের নিয়ে ‘জমিয়ত প্রার্থীদের নির্বাচনী ভাবনা’ ধারাবাহিক প্রতিবেদনের আজকের আয়োজনে থাকছে ঢাকা-১১ আসনের খেজুরগাছ প্রতীকের প্রার্থী মুফতি মাহবুবুল আলম। ঢাকা-১১, রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় আসন। বাড্ডা, ভাটারা ও রামপুরা থানার সমন্বয়ে গঠিত এ আসনে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৪,২৬,৫৫৫ জন। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা, বহুসংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান এবং পেশাজীবী ও মধ্যবিত্ত শ্রেণির উল্লেখযোগ্য উপস্থিতির কারণে রাজনৈতিক দলগুলোর কাছে আসনটি সবসময়ই কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে খেজুরগাছ প্রতীক নিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুফতি মাহবুবুল আলম। তিনি রাজধানীর জামতলা, পূর্ব রামপুরা এলাকার স্থায়ী বাসিন্দা। শৈশব কেটেছে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। প্রাথমিক থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত পড়াশোনা করেন জামিয়া মাদানিয়া বারিধারায়। পরে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান ভারতের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দে, সেখানে তাফসীর ও ইফতা বিভাগ সম্পন্ন করেন।

বর্তমানে তিনি একজন আলেম ও ব্যবসায়ী হিসেবে পরিচিত। পাশাপাশি জামিয়া আরাবিয়া দারুল উলুম (নতুনবাগ, রামপুরা)-এর মুঈনে মুহতামিম এবং জামিয়া জহিরুল ইসলাম (আফতাবনগর)-এর নায়েবে মুহতামিমের দায়িত্ব পালন করছেন।

ছাত্র রাজনীতির সুপরিচিত মুখ মুফতি মাহবুবুল আলম। তিনি ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে সংগঠনের কেন্দ্র থেকে তৃণমূলে সক্রিয় নেতৃত্ব দিয়ে সংগঠনের ভিত্তিকে দৃঢ় করেছেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নেতৃত্বগুণ, জনসম্পৃক্ততা এবং সুসংহত রাজনৈতিক চিন্তাধারার মাধ্যমে তিনি সংগঠনের অভ্যন্তরে একজন দূরদর্শী ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। তাঁর প্রজ্ঞাবান নেতৃত্ব ও সময়োপযোগী রাজনৈতিক পদক্ষেপ ইতোমধ্যে দলীয় অঙ্গন ছাড়িয়ে সাধারণ জনগণের মধ্যেও প্রশংসিত হয়েছে।

তাঁর ভাবনার জগতটা কেমন? আসন্ন নির্বাচন নিয়ে কী ভাবছেন তিনি? এবিষয়ে কথা বলেছেন উম্মাহ২৪ ডটকমের নিজস্ব প্রতিনিধি-[মুহাম্মদ নূর হোসাইন]

উম্মাহ: রাজনীতিতে আসার পেছনের অনুপ্রেরণা কী ছিল?

মুফতি মাহবুবুল আলম: মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা শামসুদ্দীন কাশেমী (রহ.), ইসলামী রাজনীতির পুনর্জাগরণকারী মাওলানা নূর হোসাইন কাসেমী (রহ.) এবং বর্তমান জমিয়তের সংগ্রামী সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক (দা.বা.)—এই তিন মনীষীর আদর্শ ও ত্যাগ-তিতিক্ষাপূর্ণ জীবন আমার রাজনীতিতে আসার অনুপ্রেরণা। তাঁদের দীন ও দেশপ্রেমভিত্তিক সংগ্রামী রাজনীতিই আমাকে এই পথে টেনে এনেছে।

উম্মাহ: আপনি নির্বাচিত হলে প্রথম ৬ মাসের মধ্যে জনগণের জন্য কী কী কাজ করবেন?

মুফতি মাহবুবুল আলম: আমি নির্বাচিত হলে প্রথমেই আমার আসনের সংখ্যালঘু, অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে চিহ্নিত করব। তাদের সমস্যাগুলো শুনে বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করব। বিশেষ করে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক, দুর্নীতি এবং জানমালের নিরাপত্তাহীনতা—এই সকল চলমান সংকট মোকাবেলায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।

আরও পড়তে পারেন-

উম্মাহ: জনগণকে ইসলামী রাজনীতির প্রতি উদ্বুদ্ধ করতে এবং আপনাদের দলীয় প্রতীকের সঙ্গে পরিচয় করাতে কী করছেন?

মুফতি মাহবুবুল আলম: আমাদের কাছে রাজনীতি মানে রাসূলুল্লাহ (সা.)-এর রেখে যাওয়া ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, যেখানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত থাকে। কিন্তু বর্তমানে রাজনীতির নামে অপরাজনীতি চলছে, যা থেকে মানুষকে সচেতন করতে আমরা প্রতিটি মানুষের কাছে গিয়ে বোঝানোর চেষ্টা করছি। পাশাপাশি পোস্টার, ফেস্টুন, হ্যান্ডবিল, অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রচারণা চালাচ্ছি। মিটিং, মিছিল ও গণজামায়াতের মাধ্যমেও আমরা আমাদের বার্তা পৌঁছে দিচ্ছি।

উম্মাহ: আপনি নির্বাচিত হলে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে কী উদ্যোগ নেবেন?

মুফতি মাহবুবুল আলম: আমি নির্বাচিত হলে তরুণদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। পাশাপাশি তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করব।

উম্মাহ: নারীর নিরাপত্তা ও কর্মসংস্থান নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কি?

মুফতি মাহবুবুল আলম: অবশ্যই। ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান ও অধিকার দিয়েছে। তাই আমি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি অসচ্ছল নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ তৈরি করব, ইনশাআল্লাহ।

উম্মাহ: সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আপনার কোনো উদ্যোগ থাকবে?

মুফতি মাহবুবুল আলম: ইসলাম সব ধর্ম ও মানুষের অধিকার নিশ্চিত করেছে। সংখ্যালঘুদের ক্ষেত্রেও সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে এবং তাদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

উম্মাহ: আসন্ন নির্বাচন আপনি কেমন দেখছেন—সহযোগিতাপূর্ণ না প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ?

মুফতি মাহবুবুল আলম: সময় ও পরিস্থিতি সব কিছু স্পষ্ট করে দেবে। তবে আমি আশা করি নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সহযোগিতাপূর্ণ।

উম্মাহ: ঢাকা-১১ আসনের অন্যান্য প্রার্থীদের সম্পর্কে আপনার মতামত কী?

মুফতি মাহবুবুল আলম: আমি আশা করি, প্রত্যেক প্রার্থী দেশ, ইসলাম ও জনগণের কল্যাণে কাজ করবেন। আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতা থাকবে।

উম্মাহ: আগামীর বাংলাদেশ গঠনে আপনার স্বপ্ন কী?

মুফতি মাহবুবুল আলম: আমার স্বপ্ন হলো—একটি দুর্নীতিমুক্ত, ফ্যাসিবাদমুক্ত, পেশিশক্তিমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করা। আর এটা তখনই সম্ভব, যখন আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে পারব।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।