Home সাক্ষাৎকার চাঁদপুর-২ শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিবেন মুফতি নূর মুহাম্মদ কাসেমী

চাঁদপুর-২ শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিবেন মুফতি নূর মুহাম্মদ কাসেমী

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থীদের নিয়ে ‘জমিয়ত প্রার্থীদের নির্বাচনী ভাবনা’ ধারাবাহিক প্রতিবেদনের আজকের আয়োজনে থাকছেন চাঁদপুর-২ আসনের খেজুরগাছ প্রতীকের প্রার্থী মুফতি নূর মুহাম্মদ কাসেমী।

চাঁদপুর-২ দেশের একটি গুরুত্বপূর্ণ আসন। মোট ৪,৬৭,২২৯ জন ভোটারের এই আসনটি রাজনৈতিক দলগুলোর কাছে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু। নদীবেষ্টিত জনপদ, কৃষি ও ক্ষুদ্র ব্যবসায়নির্ভর অর্থনীতি, এবং ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক প্রভাব এখানকার রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মুফতি নূর মুহাম্মদ কাসেমী একজন ঐতিহ্যবাহী মুসলিম পরিবারের সন্তান, যাদের পূর্বপুরুষ সমাজ ও দ্বীনি ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। শৈশব থেকেই ইসলামি শিক্ষা ও নৈতিকতার পরিবেশে বেড়ে ওঠা তিনি পেশাগত জীবনে শিক্ষকতা, সামাজিক উন্নয়ন এবং জনসেবার মাধ্যমে মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন। রাজনৈতিক অঙ্গনে আসার মূল অনুপ্রেরণা ছিল এলাকার মানুষের অধিকার রক্ষা, ইসলামের ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা, এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিভিন্ন স্তরে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। বর্তমানে তিনি কেন্দ্রীয় জমিয়তের সহ প্রচার সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

আসন্ন নির্বাচন নিয়ে মুফতি নূর মুহাম্মদ কাসেমীর ভাবনা কী? তারই উত্তর খুঁজেছেন উম্মাহ’র নিজস্ব প্রতিনিধি, মুহাম্মদ নূর হোসাইন।

উম্মাহ: চাঁদপুর-২ থেকে আপনার জয়লাভের সম্ভাবনা আপনি কীভাবে মূল্যায়ন করেন?

মুফতি নূর মুহাম্মদ কাসেমী: আমার নির্বাচিত হওয়ার সম্ভাবনা ভালো, কারণ এলাকার মানুষ পরিবর্তন চায়, বিশেষ করে সৎ, ঈমানদার, ও আল্লাহভীরু নেতৃত্বের জন্য।

উম্মাহ: ইসলামী রাজনীতিকে জনপ্রিয় করতে কী ধরনের কার্যক্রম চালাচ্ছেন?

মুফতি নূর মুহাম্মদ কাসেমী: আমি ঘরে ঘরে প্রচারণা চালাচ্ছি, মসজিদ-মাদ্রাসা ও বাজারে মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করছি। তরুণদের আকৃষ্ট করতে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন লাইভ আলোচনা এবং স্বেচ্ছাসেবী টিম গঠন করেছি। “প্রথমবারের ভোটারদের বোঝাচ্ছি, তাদের ভোটই পরিবর্তনের সূচনা করবে।”

আরও পড়তে পারেন-

উম্মাহ: আপনার দল বা দলীয় প্রতীকের আদর্শিক অবস্থান সম্পর্কে সাধারণ জনগণকে জানাতে কী কার্যক্রম হাতে নিচ্ছেন?

মুফতি নূর মুহাম্মদ কাসেমী: জমিয়তের রাজনীতি ন্যায়, সুবিচার, ইসলামি আদর্শ এবং জনগণের কল্যাণের উপর প্রতিষ্ঠিত। “শক্তির নয়, ন্যায়ের রাজনীতি হতে হবে মানুষের মুক্তির পথ।” এজন্য এলাকায় হালকাভিত্তিক সভা, ইসলামি সাহিত্য বিতরণ ও সামাজিক কল্যাণমূলক কর্মসূচি চালু করেছি।

উম্মাহ: আপনি নির্বাচিত হলে প্রথম ৬ মাসে সাধারণ মানুষের কোন সমস্যাগুলোকে অগ্রাধিকার দেবেন?

মুফতি নূর মুহাম্মদ কাসেমী: “শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন, বিশেষ করে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবায় সহজলভ্যতা, রাস্তা-সেতু ও ড্রেনেজ সংস্কার, ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়, স্থানীয় সালিশ ও আইনি সহায়তা কেন্দ্র শক্তিশালীকরণ, পানি-গ্যাস-বিদ্যুৎ সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করাকে প্রাধান্য দেবো।”

উম্মাহ: তরুণ, নারী ও সংখ্যালঘুর নিরাপত্তা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণ বিষয়ে কী উদ্যোগ নিতে চান?

মুফতি নূর মুহাম্মদ কাসেমী: তরুণদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ, স্টার্টআপ তহবিল, অনলাইন উদ্যোক্তা সহায়তা প্ল্যাটফর্ম; নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, ইসলামী নীতিমাফিক উদ্যোক্তা সুযোগ এবং মহিলা নেতৃত্ব বিকাশ কর্মশালা; সংখ্যালঘুদের জন্য ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা, উপাসনালয় ও সংস্কৃতি রক্ষার প্রতিশ্রুতি দিচ্ছি।

উম্মাহ: আসন্ন নির্বাচনকে আপনি কীভাবে দেখছেন—সহযোগিতাপূর্ণ না প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ?

মুফতি নূর মুহাম্মদ কাসেমী: আমি নির্বাচনকে সহযোগিতামূলক ভাবতে চাই, তবে বাস্তবতা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ন্যায্য ও শান্তিপূর্ণ প্রতিযোগিতা হলে জনগণই বিজয়ী হবে।

উম্মাহ: আপনার আসনে অন্যান্য প্রার্থীদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কী?

মুফতি নূর মুহাম্মদ কাসেমী: আমরা প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে কটূক্তি করবো না। কারণ, রাজনৈতিক সৌজন্য বজায় রাখা ইসলামি নীতির অংশ। আমি চাই, সবাই যুক্তি ও কর্মদক্ষতার মাধ্যমে প্রতিযোগিতা করুক।

উম্মাহ: আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? আপনার স্বপ্নের বাংলাদেশ কেমন হবে?

মুফতি নূর মুহাম্মদ কাসেমী: আমার স্বপ্নের বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত, আত্মনির্ভরশীল ও আল্লাহভীরু। যেখানে শাসকরা হবে সেবক, জনগণ হবে নিরাপদ, শিক্ষা ও ন্যায়বিচার হবে সবার জন্য উন্মুক্ত, এবং ইসলামি মূল্যবোধের আলোকে উন্নয়ন হবে স্থায়ী ও কল্যাণকর।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।